ইলিনয় স্টেইটে সাহায্য চেয়ে পুলিশকে ফোন, পুলিশই করল হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯ ২০২৫, ২২:০৩

বন্দুকের গুলিতে হত্যার একটি প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

বন্দুকের গুলিতে হত্যার একটি প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

এ ঘটনায় অভিযুক্ত সাবেক সানগামোন কাউন্টি ডেপুটি কর্মকর্তা শন গ্রেসনকে ইচ্ছাকৃত হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছে পুলিশ।

বাড়িতে অনুপ্রবেশকারী ঢোকার সন্দেহে জরুরি নম্বরে ফোন করে সাহায্য চেয়েছিলেন ইলিনয় স্টেইটের স্প্রিংফিল্ড শহরের তরুণী সোনিয়া ম্যাসি।

অনুরোধে সাড়া দিতে তার বাড়িতে তৎক্ষণাৎ পুলিশ পাঠায় ইলিনয় কাউন্টি শেরিফ কর্তৃপক্ষ। কিন্তু সাহায্য করতে আসা এক পুলিশ কর্মকর্তার গুলিতেই নিহত হন সোনিয়া।

এ ঘটনায় অভিযুক্ত সাবেক সানগামোন কাউন্টি ডেপুটি কর্মকর্তা শন গ্রেসনকে ইচ্ছাকৃত হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছে পুলিশ।

এবিসি নিউজ জানায়, গত বছর জুলাই মাসে ভুক্তভোগী সোনিয়া পুলিশের কাছে সাহায্য চেয়ে ফোন করেন। পরে শন গ্রেসন ও আরও একজন পুলিশ কর্মকর্তারা বাড়িতে উপস্থিত হন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাড়িতে প্রবেশের পর গ্রেসন জ্বলন্ত চুলার ওপর পাত্রে পানি গরম হতে দেখলে চুলা বন্ধ করতে বলেন। একথায় সোনিয়া তাকে তিরস্কার করেন।

পরে গ্রেসন তাকে গুলি করার হুমকি দেন। ওই তরুণী ভীত হয়ে মাফ চান এবং নত হয়ে পড়েন। পরে কিছুটা সোজা হয়ে দাঁড়াতে নিলেই গ্রেসন তার মুখে পরপর তিনবার গুলি করে।

এ ঘটনায় সন্দেহভাজন গ্রেসনের বিরুদ্ধে প্রথমে পরিকল্পিত হত্যা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শারীরিক ক্ষতি ও কর্মক্ষেত্রে অসদাচারণের অভিযোগ আনা হয়।

পরে তাকে ইচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

গ্রেসনের পক্ষের আইনজীবি এ ঘটনাটি ভুক্তভোগী ও পুলিশ কর্মকর্তাদের ভুল বুঝাবুঝি হিসেবে উল্লেখ করেছিলেন।

তার ভাষ্য,সোনিয়ার তিরস্কার গ্রেসন হুমকি হিসেবে নিয়েছিল। তবে এ কথা আমলে নেয়নি আদালত কর্তৃপক্ষ।

অভিযুক্ত গ্রেসনের ৪ থেকে বিশ বছর কারাদন্ডের রায় হতে পারে।