কুইন্সে প্রকাশ্য দিবালোকে নারীকে গুলি করে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৪ ২০২৫, ২১:১৬

সাউথ জ্যামাইকার ১২৭তম এভিনিউ ও ১৭৬তম সড়কের কোনায় সোমবার বেলা আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ৪৫ বছর বয়সী চ্যানিল রামসেকে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

সাউথ জ্যামাইকার ১২৭তম এভিনিউ ও ১৭৬তম সড়কের কোনায় সোমবার বেলা আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ৪৫ বছর বয়সী চ্যানিল রামসেকে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

পুলিশ জানায়, খবর পেয়ে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস চ্যানিলকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি সড়কে সোমবার প্রকাশ্য দিবালোকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, ওই নারীকে তার স্বামী হত্যা করেছেন বলে মনে করছেন গোয়েন্দারা।

সাউথ জ্যামাইকার ১২৭তম এভিনিউ ও ১৭৬তম সড়কের কোনায় সোমবার বেলা আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ৪৫ বছর বয়সী চ্যানিল রামসেকে। তার মাথা, বাহু ও পেটে গুলি করা হয় বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চ্যানিলের দেহের পাশে তার পরচুলা পাওয়া যায়।

তারা জানান, বন্দুকধারীরা ওই নারীকে তাড়া করার সময় গুলি করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, চ্যানিলকে লক্ষ্য করে আট থেকে ৯টি গুলি ছোড়া হয়। এ নারীর পরচুলাতে গুলি এসে লাগে।

পুলিশ জানায়, খবর পেয়ে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস চ্যানিলকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

সাউথ জ্যামাইকার বাড়ির অদূরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চ্যানিল। সোমবার সন্ধ্যায় তার বাড়ির বাইরে প্রাপ্তবয়স্ক এক নারী ও এক কিশোরের সঙ্গে দেখা যায় পুলিশ সদস্যদের।

এক প্রতিবেশী জানান, চ্যানিল ছিলেন একজন নার্স, যিনি তার মা ও ছেলের সঙ্গে থাকতেন।

চ্যানিলের বিষয়ে তিনি আরও বলেন, ‘তিনি চমৎকার ভদ্র নারী ছিলেন। আমি এটা বিশ্বাস করতে পারছি না।’

গোয়েন্দারা মনে করছেন, চ্যানিল পারিবারিক সহিংসতার শিকার। অতীতে স্বামীর সঙ্গে তার ঝগড়ার ঘটনায় অনেকবার তাদের বাসায় গিয়েছিল পুলিশ।

বাহিনীটি মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য চ্যানিলের স্বামীর অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার পুলিশ জানায়, বন্দুকধারীর পরনে ছিল বেগুনি রঙের জামা।