ইসরায়েল এবং ইরান উভয়কেই কয়েক ঘন্টা আগে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আল জাজিরা প্রকাশিত খবরে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের আগ মুহূর্তে এ মন্তব্য করেন।
হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, তিনি কোনও দেশের কার্যকলাপেই খুশি নন, বিশেষ করে ইসরায়েলের সাথে, যারা চুক্তিতে সম্মত হওয়ার পরপরই তা ভঙ্গ করেছে।
ইরানে পুনরায় হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনা ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ইরানের ওপর পুনরায় আক্রমণের বিষয়ে ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করেছেন।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসরায়েলের পুনরায় আক্রমণ একটি বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের ফিরিয়ে নিয়ে এসো!"
এদিকে ট্রাম্প ও কাতারের মধ্যস্ততায় ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় কয়েক ঘণ্টা পর তা দুই পক্ষের তরফ থেকেই তা লঙ্ঘনের অভিযোগ করা হয়।
দুই দেশের যুদ্ধ বিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। তিনি বলেন,
অ্যামেরিকার অনুরোধে কাতার ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ইরানের সাথে যোগাযোগ করেছে। কাতার যুদ্ধবিরতিকে স্বাগত জানায় তবে লঙ্ঘনের খবরে তারা উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, ‘আজ সকালে যে যুদ্ধবিরতি লঙ্ঘন দেখা গেছে তা অগ্রহণযোগ্য এবং আমরা আশা করি যুদ্ধবিরতি বহাল থাকবে এবং কূটনীতি জয়লাভ করবে।’