সিটির ম্যানহাটন ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের চারতলা বিশিষ্ট পাকিং লটে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
সিবিএসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ভবনটির সেকেন্ড ফ্লোরের মেঝে ধসে পড়ে।
এবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় এক জন কর্মী নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ফার্স্ট ও সেকেন্ড ফ্লোরে পার্ক করা বেশ কিছু গাড়ি।
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট চিফ জন এসপোসিত জানান, ভবনটি নাজুক হওয়ায় উদ্ধারকাজ বেশ ঝুঁকিপূর্ণ ছিল।
তিনি বলেন, ‘আমাদের ফায়ারফাইটাররা ভেতরে আটকে পড়াদের উদ্ধারে যান। তবে ভবনটি নড়বড়ে হয়ে পড়ে। ভেতরে থাকা সব কর্মীদের বের করে আনা হয়েছে। একজন বেশ আহত অবস্থায় আটকে পড়েছিলেন উপরের তলায়। তাকে ফায়ারফাইটাররা ছাদে নিয়ে পাশের ভবনে ছাদ দিয়ে বের করে আনে।‘
ধসের কারণ এখনও জানা যায়নি। ডিপার্টমেন্ট অফ বিল্ডিংসের কর্মকর্তারা সব খতিয়ে দেখছেন।
হতাহতদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি।