অ্যাওয়ার্ড জয়ের পর ফটোগ্রাফার জানালেন ছবিটি এআই’র তৈরি!

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৭ ২০২৩, ২৩:৩৫

বরিস এলডাগসেন এবং তার ইমেয সিউডোমনেসিয়া: দ্য ইলেকট্রিশিয়ান। ছবি: সংগৃহীত

বরিস এলডাগসেন এবং তার ইমেয সিউডোমনেসিয়া: দ্য ইলেকট্রিশিয়ান। ছবি: সংগৃহীত

  • 0

যেনতেন কোনো প্রতিযোগিতা নয়, বিশ্বের অন্যতম শীর্ষ ফটোগ্রাফি কনটেস্টে বিজয়ী হওয়ার পর ফটোগ্রাফার নিজেই জানালেন, ছবিটি কোনো ক্যামেরায় তোলা হয়নি।

সেটি তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিযেন্স বা এআই-এর মাধ্যমে।   

পুরো ঘটনায় বেশ বিব্রত আয়োজকেরা। ফটোগ্রাফারের বিরুদ্ধে ‘বিভ্রান্ত করা’র অভিযোগ তুলেছেন তারা। আর আলোচিত ফটোগ্রাফারের দাবি, এআই-এর মাধ্যমে ছবিটি তৈরির বিষয়টি বিচারকরা ধরতে পারেন কিনা- সেটিই শুধু পরখ করতে চেয়েছেন তিনি। 

‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২৩’-এ ঘটেছে এমন কাণ্ড। সেখানে ‘সিউডোমনেসিয়া: দ্য ইলেকট্রিশিয়ান’ শিরোনামের একটি ফটোগ্রাফ জমা দেন জার্মান ফটোগ্রাফার বরিস এলডাগসেন। সেটি গত সপ্তাহে প্রতিযোগিতার ক্রিয়েটিভ ওপেন ক্যাটাগরিতে জয়ী হয়। 

এলডাগসেনের দাবি, ছবিটি তিনি জমা দিয়েছিলেন এটি নিয়ে কী ঘটে দেখার জন্য। ভবিষ্যতে ফটোগ্রাফির সম্ভাব্য ধরন নিয়েও তিনি আলোচনা বজায় রাখতে চেয়েছেন। পুরস্কৃত হওয়ার পর অবশ্য তা গ্রহণে অস্বীকৃতি জানান এলডাগসেন।

নিজের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এলডাগসেন ফটোগ্রাফটিকে পুরস্কৃত করায় বিচারকদের ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি বলেন, ‘আমি দেখতে চেয়েছি ছবিটি এআইয়ের মাধ্যমে বানানোর বিষয়টি বিচারকরা বুঝতে পারেন কি না।’

আলোচিত ফটোগ্রাফে দুই প্রজন্মের দুই নারীর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোট্রেইট রয়েছে। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলডাগসেন বিষয়টি প্রকাশের পর তার নাম প্রতিযোগিতা থেকে সরিয়ে ফেলা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন