রাতের বেলার এ হামলা থেকে কিয়েভবাসীকে সতর্ক করতে অ্যালার্ম বাজালেও মাত্র ছয় মিনিটের মধ্যে মিসাইলগুলো আঘাত হানে।
এত কম সময়ে ঘর ছেড়ে বের হতে পারেননি বেশিরভাগ মানুষ।
কিয়েভের মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মিসাইলের ধ্বংসাবশেষে কিয়েভের একটি ক্লিনিক ও এর পাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে মা ও এক শিশুর মৃত্যু হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার ড্রোন ও ক্ষেপনাস্ত্র ভূপাতিত করায় সেসবের ধ্বংসাবশেষে আরও ১৬ জন আহত হন।
ইউক্রেইনের জেনারেল স্টাফ হেডকোয়ার্টার জানিয়েছে, কিয়েভে অন্তত ১০টি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা করেছে রাশিয়া। অবশ্য এর সবগুলোই ভূপাতিত করা হয়েছে।