কাশ্মীরে তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ১০

টিবিএন ডেস্ক

মে ৩০ ২০২৩, ১৭:৪৬

কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী এই বাসটি খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী এই বাসটি খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

  • 0

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৫ জন।

জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের ঝাজার কোটিলি এলাকার কাছে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ৭৫ যাত্রী নিয়ে বাসটি পাঞ্জাবের অমৃতসর শহর থেকে কাটরা যাচ্ছিল। পথে সেটি খাদে পড়ে যায়। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা চন্দন কোহলি জানান, বাসটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল। নিহতরা সবাই বিহার রাজ্যের বাসিন্দা।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানান, যাত্রীবোঝাই থাকার কারণে বাসটি দুর্ঘটনাকবলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আহতদের জম্মুর গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


0 মন্তব্য

মন্তব্য করুন