জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের ঝাজার কোটিলি এলাকার কাছে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ৭৫ যাত্রী নিয়ে বাসটি পাঞ্জাবের অমৃতসর শহর থেকে কাটরা যাচ্ছিল। পথে সেটি খাদে পড়ে যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা চন্দন কোহলি জানান, বাসটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল। নিহতরা সবাই বিহার রাজ্যের বাসিন্দা।
জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানান, যাত্রীবোঝাই থাকার কারণে বাসটি দুর্ঘটনাকবলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহতদের জম্মুর গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।