তবে স্টেশনটি বন্ধ থাকার সময় সেখানে কোনো ট্রেন থামেনি।
পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ট্র্যান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) কর্তৃপক্ষ ওয়েস্ট লন্ডনের ওয়ারউইক এভিনিউ স্টেশনটি আকস্মিকভাবে বন্ধ করে দেয়।
ব্রিটিশ ট্র্যান্সপোর্ট পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘ওয়ারউইক এভিনিউ স্টেশনে একজন নারী শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছিলেন। এ সংক্রান্ত অভিযোগে পুলিশ অফিসারদের ডাকা হয়েছিল। এরপর ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করা হয়।’
স্টেশনটি বিকেলে আবার চালু হয়েছে বলেও জানান তিনি।
ট্র্যাভেল সার্ভিস ইনরিক্সের তথ্য অনুযায়ী, স্টেশনটি বন্ধ থাকার সময়ে সেখানে বেকারলু লাইনের কোনো ট্রেন থামেনি। ঘটনার বিস্তারিত জানতে আরও কিছুটা সময় লাগবে বলে মাইলন্ডন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।