প্রায় এক যুগ পর বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন আলবা

টিবিএন ডেস্ক

মে ২৫ ২০২৩, ১৭:২৬

বার্সেলোনা ছাড়ার ঘোষনা দিয়েছেন জোর্দি আলবা। ছবি: গেটি ইমেজেস

বার্সেলোনা ছাড়ার ঘোষনা দিয়েছেন জোর্দি আলবা। ছবি: গেটি ইমেজেস

  • 0

২০২৩-২০২৪ লা লিগা মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন জোর্দি আলবা। এর মধ্য দিয়ে বার্সেলোনার সঙ্গে আলবার ১১ বছরের সম্পর্কের অবসান হতে যাচ্ছে।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘বার্সেলোনা ও আলবা মৌসুমের পর চুক্তি শেষে সমঝোতায় পৌঁছেছে। পেশাদারত্ব, প্রতিশ্রুতি ও নিষ্ঠার জন্য জোর্দি আলবার প্রতি বার্সেলোনা প্রকাশ্যে কৃতজ্ঞতা জানাচ্ছে। বার্সেলোনা পরিবারের সঙ্গে সম্পৃক্ত সবকিছুতে তিনি সবসময় ইতিবাচক এবং উষ্ণ আচরণ দেখিয়েছেন।’

ভালেন্সিয়া থেকে ২০১২ সালে বার্সেলোনায় যোগ দেন আলবা। এই ক্লাবের হয়ে এ পর্যন্ত ছয়টি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ ১৯টি ট্রফি জয় করেছেন এ লেফট ব্যাক। এবারের মৌসুমে উঠতি তারকা আলেহান্দ্রো বালদের কাছে তার পজিশন হারিয়েছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই স্প্যানিশ তারকা।

আলবার সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। তবে ক্লাব অধিনায়ক সার্জিও বুস্কেটস অবসর ঘোষণার পরপরই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

বার্সেলোনার হয়ে সাড়ে চারশরও বেশি ম্যাচ খেলেছেন আলবা। দলের হয়ে ২৭টি গোলের পাশাপাশি ৯১টি অ্যাসিস্ট করেছেন। 


0 মন্তব্য

মন্তব্য করুন