নিউজার্সিতে জাহাজে আগুন, ২ ফায়ারফাইটার নিহত

টিবিএন ডেস্ক

জুলাই ৬ ২০২৩, ১৬:৫৪

নিউয়ার্কে কার্গো জাহাজের ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন ২ ফায়ারফাইটার। ছবি: এবিসি নিউজ

নিউয়ার্কে কার্গো জাহাজের ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন ২ ফায়ারফাইটার। ছবি: এবিসি নিউজ

  • 0

নিউজার্সির নিউয়ার্কে থেমে থাকা একটি কার্গো জাহাজের ভয়াবহ আগুন নেভানোর সময় প্রাণ হারিয়েছেন দুই ফায়ারফাইটার। পোর্ট নিউয়ার্ক এলিজাবেথ মেরিন টার্মিনালে বুধবার রাতে একটি রোল অন/ রোল অফ কার্গো জাহাজে আগুন লাগার খবর পান ফায়ার অফিসিয়ালরা।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার খবরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ারফাইটাররা পোর্টে ছুটে যান। গ্র্যান্ডে কোস্টার ইডোইরিও নামের জাহাজটি প্রায় ৫ হাজার গাড়ি পরিবহন করছিল।

ইউনাইটেড স্টেইটস কোস্ট গার্ড এক টুইটার বার্তায় বলেছে, ‘রোল অন/ রোল অফ ভিয়েকল কার্গো শিপে’ আগুন লেগেছে।

নিউয়ার্ক পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটয ফ্রেজ জানান, ফায়ারফাইটাররা জাহাজটির মূল অংশের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হলেও তা বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

কর্তৃপক্ষ এরপর জানায়, আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারফাইটার নিখোঁজ রয়েছেন।

নিউয়ার্ক ফায়ার চিফ রুফাস জ্যাকসন বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে ওই দুই কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিউয়ার্কের মেয়র রাস বারাকা সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভানো যায়নি। ফায়ারফাইটাররা এখনও কাজ করছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন