গত কয়েক মাস আগে, হঠাৎই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেইডি মিশেল ওবামার বিবাহ বিচ্ছেদের গুজব রটে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ও সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যের মতো বড় পাবলিক ইভেন্টেও, একসাথে দেখা যায়নি তাদের। এই অনুপস্থিতিই জনমনে তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তৈরি করে।
বুধবার, দীর্ঘদিন পর আবারও একসাথে দেখা গেলো এই দম্পতিকে। আইএমও পডকাস্টে উপস্থিত হয়ে গুজবগুলোকে হেসে উড়িয়ে দেন তারা।
অবশ্য নিজেই এই বিষয়ে মুখ খোলেন মিশেল ওবামা। জানান, নিজেদের সময় দিতেই, ইচ্ছাকৃতভাবে কিছু অনুষ্ঠানে যাওয়া কমিয়ে দিয়েছেন তারা। বলেন, তাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেন না, মানে এই নয় যে তাদের সম্পর্ক ভেঙে গেছে।
মিশেল স্পষ্ট করে বলেন, তাদের সম্পর্কে এখনও এমন কোনো তিক্ত মুহূর্ত আসেনি, যাতে তিনি তার স্বামীকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন।
তবে, দু'জনেই স্বীকার করেন, তাদের দাম্পত্য জীবনে কঠিন সময় এসেছে এবং তারা সবসময় একসাথে সেই বাধা পেরিয়ে এসেছেন।
পডকাস্টে রাজনৈতিক বিষয় এড়িয়ে গিয়ে, নিজেদের অতীত, দাম্পত্য জীবন ও সন্তান লালনপালনের খুঁটিনাটি বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন ওবামা দম্পতি।