অসুস্থ ব্যক্তিকে পুড়িয়ে ফেলতে বলে ব্যাপক সমালোচনায় কর্মকর্তারা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১ ২০২৫, ২২:৫৩ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ১২:২৯

এসসিএমপির প্রতীকী ছবি

এসসিএমপির প্রতীকী ছবি

  • 0

চীনে মৃত্যু নিয়ে কথা বলা ট্যাবু হিসেবে বিবেচনা করা হয়। অনেকের ধারণা, এটি দুর্ভাগ্য নিয়ে আসে।

জীবিত অবস্থায় অসুস্থ এক ব্যক্তির কাছাকাছি দূরত্ব থেকে তাকে পুড়িয়ে ফেলতে বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন চীনের একটি অঞ্চলের সরকারি কর্মীরা।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এসসিএমপি জানায়, গত ১৯ আগস্ট পূর্ব চীনের আনহুই প্রদেশের এক বাসিন্দা ভিডিও পোস্ট করে স্থানীয় সরকারি কর্মকর্তাদের বক্তব্যটি ফাঁস করেন। তিনি জানান, একটি পরিবারের মুমূর্ষু অবস্থায় মেঝেতে শুয়ে থাকা প্রবীণকে পুড়িয়ে ফেলতে বলেন এসব কর্মকর্তা।

চীনের ওই অঞ্চলে মুমূর্ষু ব্যক্তিদের মেঝেতে রাখার রীতি রয়েছে।

ভিডিওতে ওই ব্যক্তি বলেন, কর্মকর্তারা পরিবারটিকে দাহ করার মাধ্যমে শেষকৃত্যের সুবিধা বর্ণনা করতে থাকেন। তারা এ ধরনের সেবা বিনা মূল্যে দেন বলেও জানান। ওই সময় অসুস্থ প্রবীণ ব্যক্তিটি জেগে সব শুনছিলেন।

ভিডিওটি প্রকাশ হওয়ার পর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন লোকজন।

এক অনলাইন পর্যবেক্ষক জানান, এ ধরনের মুহূর্তে দাহ করার প্রচার চালানো খুবই অযথাযথ কাজ। হাতাহাতি না করে শুধু মৌখিকভাবে ঝগড়া করে পরিবারটি যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছে।

চীনে মৃত্যু নিয়ে কথা বলা ট্যাবু হিসেবে বিবেচনা করা হয়। অনেকের ধারণা, এটি দুর্ভাগ্য নিয়ে আসে।

স্থানীয় সরকার ঘটনার পরের দিন দুঃখ প্রকাশ করে জানায়, তাদের অধীন কর্মীরা গ্রামজুড়ে তাদের সেবার প্রচার চালায়। তারা পরিবারটিকে লক্ষ্য করে এমনটা করেননি।

যদিও কিছু ব্যক্তি এ ব্যাখ্যা গ্রহণে অসম্মতি জানিয়েছেন।