ফেন্টানল পাচারে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭ ২০২৫, ১:২০

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • 0

ভয়ঙ্কর মাদক ফেন্টানল পাচার করলেই সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে হল্ট ফেন্টানল অ্যাক্টে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিক্সের জরিপ অনুযায়ী, অতিরিক্ত মাদক সেবন করায় ২০২৩ সালে দেশে প্রায় ১১০ হাজার মানুষ মারা গিয়েছে। যাদের মধ্যে ফেন্টানল ওভারডোযে মারা যায় ৭৬ হাজার মাদকসেবী। ২০২৪ সালে এই মাদকের কারণে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও, সরকারি হিসাবে তা প্রায় ৫০ হাজারের কাছাকাছি।

দেশে ফেন্টানলের বিস্তার ও পাচার ঠেকাতে হল্ট ফেন্টানল অ্যাক্ট বিলে সই করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই মাদকের কারণে আর কোনো বাবা-মাকে যেন তাদের সন্তান হারাতে না হয়, সেজন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ভয়ঙ্কর এই মাদক পাচার করলেই সর্বনিম্ন ১০ বছর কারাদণ্ডের বিধান রেখে, ফেন্টানলকে স্কেযুয়াল ওয়ান ড্রাগের তালিকায় যুক্ত করা হয়েছে। এ সময়, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেন প্রেসিডেন্ট।

দেশের ফেন্টানল পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার পেছেন বাইডেন প্রশাসনের দুর্বল সীমান্ত নীতিকে দায়ি করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, দেশে মিলিয়ন মিলিয়ন অপরাধী, খুনী এবং মাদক পাচারকারীদের অনুপ্রবেশ করতে দিয়েছে বাইডেন সরকার।

মাদকের অবাধ বিস্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান ট্রাম্প। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে, চলমান মাদক মহামারি শেষ না করা পর্যন্ত তার প্রশাসন বিশ্রাম নেবে না বলে আশ্বাস দেন প্রেসিডেন্ট।

ফেন্টানলের শিকার হয়ে প্রাণ হারানো মানুষের স্বজনদের একাংশ এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।