ইসরায়েলি বাহিনী বুলডোজার ও ট্যাংক দিয়ে দক্ষিণ গাজার একটি কবরস্থান অপবিত্র করার পাশাপাশি কবর থেকে মরদেহ তুলেছে বলে অভিযোগ করেছে উপত্যকার দান ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি জেলার একটি তুর্কি কবরস্থানে বৃহস্পতিবার ভোরে ওই ঘটনা ঘটে।
আল জাজিরা জানায়, কবরস্থান এলাকাটিতে আশ্রয় নিয়েছেন বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি। সাম্প্রতিক দিনগুলোতে সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে।
দান ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনী কবরস্থান ভাঙচুরের পাশাপাশি মৃতদেহ উত্তোলন করেছে। এটি মৃতের পবিত্রতার নিদারুণ লঙ্ঘন এবং কবরস্থানের পবিত্রতা ও মৃত্যুর পর মানব মর্যাদার প্রতি নির্লজ্জ হামলা।
আশপাশের এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্প ধ্বংসের সময় ইসরায়েলি বাহিনী কবরস্থান ধসিয়ে দেয় বলে জানায় মন্ত্রণালয়।
এটি আরও জানায়, গাজার ৬০টি সমাধিক্ষেত্রের প্রায় দুই-তৃতীয়াংশ আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।