নিউ ইয়র্কে পুলিশের গুলিতে নিহত ব্যক্তির হাতে ছিল নকল বন্দুক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬ ২০২৫, ২০:৫৩

স্ট্যাটেন আইল্যান্ডের বন্দুকধারীর কাছে ছিল নকল বন্দুক। ছবি: এনওয়াইপিডি

স্ট্যাটেন আইল্যান্ডের বন্দুকধারীর কাছে ছিল নকল বন্দুক। ছবি: এনওয়াইপিডি

  • 0

পুলিশ জানায়, দুই কর্মকর্তা বারবার ওই ব্যক্তিকে তার হাতের অস্ত্র ফেলতে বলেন, কিন্তু অস্ত্রধারী তা না করে উল্টো অস্ত্রটি পুলিশের দিকে তাক করেন। ওই সময় কর্মকর্তাদের একজন অস্ত্রধারীকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন।

নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে কর্মঘণ্টার বাইরে থাকা পুলিশ কর্মকর্তার গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় চলছে তদন্ত।

আইউইটনেস নিউজ জানায়, এলটিংভিলের উইলিয়াম অ্যাভিনিউ ও হাইল্যান বোলেভার্ডের কাছে শুক্রবার রাত আটটার পরপরই প্রাণঘাতী ওই গুলি চালানো হয়।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি জানায়, হাইল্যান বোলেভার্ডের অ্যান্ড্রু’স ডিনার নামের রেস্তোরাঁর পেছনে বন্দুক হাতে এক ব্যক্তি থাকার বিষয়টি জানিয়ে ৯১১ নম্বরে কল দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সাড়া দেয় পুলিশ। এর কিছুক্ষণ পর সন্দেহভাজন রেস্তোরাঁ এলাকা ছেড়ে চলে যান বলে খবর পাওয়া যায়।

এনওয়াইপিডি কর্মকর্তারা জানান, উইলিয়াম অ্যাভিনিউর বাইরে পায়চারী করছিলেন কর্মঘণ্টার বাইরে থাকা এনওয়াইপিডির এক কর্মকর্তা। তিনি সন্দেহভাজনের মুখোমুখি হলে তার সঙ্গে থাকা বন্দুকটি দেখতে পান। ওই সময় এনওয়াইডির ওই কর্মকর্তা কর্মঘণ্টার বাইরে থাকা আরেক কর্মকর্তাকে এ বিষয়ে সতর্ক করেন।

পরে দুই কর্মকর্তা মিলে সন্দেহভাজনকে মোকাবিলা করেন।

পুলিশ জানায়, দুই কর্মকর্তা বারবার ওই ব্যক্তিকে তার হাতের অস্ত্র ফেলতে বলেন, কিন্তু অস্ত্রধারী তা না করে উল্টো অস্ত্রটি পুলিশের দিকে তাক করেন। ওই সময় কর্মকর্তাদের একজন অস্ত্রধারীকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন।

খবর পেয়ে প্রাথমিক সাড়াদানকারীরা গুলিবিদ্ধ ব্যক্তিকে স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করেন। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

গুলিতে নিহত ব্যক্তিকে জেসে ক্যাম্পবেল হিসেবে শনাক্ত করে পুলিশ, যার বয়স ৪৪ বছর। তিনি স্ট্যাটেন আইল্যান্ডের বাসিন্দা।

কর্তৃপক্ষ পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে নকল একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

এনওয়াইপিডি প্যাট্রল বোরো অব স্ট্যাটেন আইল্যান্ডের সহকারী প্রধান মেলিসা এগার শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে পুলিশি ব্যবস্থার ব্যাখ্যা দেন।

তিনি জানান, এনওয়াইপিডির কর্মকর্তারা মারাত্মক ও অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলা করেন। তারা একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পুলিশ জানায়, বিভিন্ন অভিযোগে ইতোপূর্বে সাতবার গ্রেপ্তার হন গুলিতে নিহত ক্যাম্পবেল।