ভিকি-ক্যাটরিনাকে নিয়ে গুঞ্জন কি সত্যি হচ্ছে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫ ২০২৫, ১২:০৫ হালনাগাদ: ডিসেম্বর ১৩ ২০২৫, ১৭:৩৩

এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেননি এই জুটি। ছবি: টাইমস অফ ইন্ডিয়া

এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেননি এই জুটি। ছবি: টাইমস অফ ইন্ডিয়া

  • 0

গুঞ্জন চাউর হওয়ার পর নিজেকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রেখেছেন ধুম খ্যাত এই অভিনেত্রী।

দারুণ সময় পার করছেন বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

দুজনের ঘনিষ্ঠ সূত্র সম্প্রতি জানিয়েছে, ঘরে নতুন অতিথি আসতে চলেছে এ দম্পতির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অক্টোবর-নভেম্বরের দিকে নতুন অতিথি আসছে ভিকি-ক্যাটের কোলে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি এ দম্পতি।

কয়েক মাস ধরেই ক্যাটরিনার মা হওয়া নিয়ে গুঞ্জন চলছিল, তবে এ বিষয়ে দুজনের কেউই এখনও মুখ খোলেননি।

গুঞ্জন চাউর হওয়ার পর নিজেকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রেখেছেন ‘ধুম’ খ্যাত এ অভিনেত্রী।

এনডিটিভির খবরে উল্লেখ করা হয়, সন্তানের জন্য দীর্ঘ মাতৃত্বকালীন বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন ক্যাটরিনা।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি একজন আদর্শ মা হতে চান।

রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম স্থানে ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। ক্যাটরিনা-ভিকির বিয়েতে তাদের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

প্রায়শই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিশেষ অনুষ্ঠানে নিজেদের ভালোবাসা উদযাপনের মুহূর্তগুলো এই দম্পতি তাদের ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন।

তাই বলিউডের এই পাওয়ার কাপলের কাছ থেকে সন্তান আগমনের সুখবর জানতে উদগ্রীব হয়ে আছেন তাদের ভক্ত-অনুরাগীরা।

বলিউডে তারকা ভিকি কৌশলেকে শেষ দেখা যায় ঐতিহাসিক পিরিয়ড সাগা ‘ছাভা’ সিনেমাতে। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি।

অন্যদিকে ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল বিজয় সেতুপতির সাথে মেরি ক্রিসমাস সিনেমায়। সিনেমাটি তেমন সাড়া জাগাতে পারেনি দর্শক মহলে।