
বিষ্ণোই গ্যাংয়ের ভয়ংকর বার্তা: সালমানের সঙ্গী হলেই মৃত্যু

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯ ২০২৫, ১২:৩৯ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৫, ৯:৪৪

সালমান খানের সাথে কাপিল শর্মা। ছবি: নিউজ ১৮
- 0
বলিউড তারকা সালমান খানের সাথে কাজ না করার জন্য অভিনেতা, প্রযোজক এবং পরিচালকদের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং।
কানাডায় কপিল শর্মার ক্যাফের বাইরে দ্বিতীয় দফায় গুলি চালানোর একদিন পর ভয়ঙ্কর বার্তা দিল বিষ্ণোই গ্যাং। জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের এক সদস্য বলিউড তারকা সালমান খানের সাথে কাজ না করার জন্য অভিনেতা, প্রযোজক এবং পরিচালকদের প্রাণনাশের হুমকি দিয়েছেন।
ইন্ডিয়া টুডের অনলাইনে প্রচারিত একটি অডিও ক্লিপে, নিজেকে হ্যারি বক্সার বলে পরিচয় দিয়ে কানাডায় হামলার দায় স্বীকার করেন এক ব্যক্তি। এসময় তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ‘কোনো প্রযোজক, পরিচালক বা অভিনেতা সালমান খানের সাথে কাজ করলে তাকে গুলি করে হত্যা করা হবে।’
ঐ ব্যক্তি আরও বলেন, অভিনেতার সাথে সাময়িক সময়ের জন্য হলেও সহযোগিতাকারী প্রযোজক, পরিচালক এবং অভিনেতাদের হত্যা করার জন্য যেকোনো সীমা পর্যন্ত যেতে পারে গ্যাংটি। তিনি সতর্ক করে বলেন, সালমানের সাথে যারা কাজ করবে তাদের নিজের জীবনের জন্য দায়ী থাকবে।
বৃহস্পতিবার সারেতে কাপিল শর্মার নতুন খোলা ক্যাপস ক্যাফের বাইরে হামলা চালানো হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে প্রতিষ্ঠানে দ্বিতীয়বারের মতো গুলি চালানোর ঘটনা ঘটে। তবে ঐ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত ২১ জুন প্রিমিয়ার হওয়া কাপিল শর্মার নেটফ্লিক্স শোয়ের তৃতীয় সিজনের উদ্বোধনী পর্বে সালমান খান উপস্থিত হওয়ার পর এই হুমকি দেওয়া হয়। এরপরেই গত ১০ জুলাই কাপিলের ঐ ক্যাফেতে হামলায় চালায় সন্ত্রাসীরা।
এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের বাসিন্দা বক্সারের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা রয়েছে। তিনি ২০১৪ সালে অবৈধভাবে অ্যামেরিকায় বসবাস শুরু করেন। বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের সাথে তার যোগাযোগ ছিল এবং তিনি গ্যাংটির অ্যামেরিকার কার্যক্রমের কিছু অংশ পরিচালনা করেন। যার মধ্যে ভারতে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ শিকারের মামলার পর থেকে বিষ্ণোই গ্যাংয়ের লক্ষবস্তুতে পরিণত হয়েছেন বলিউডের ভাইজান খ্যাত এই অভিনেতা।
২০২৪ সালের এপ্রিলে মুম্বাইয়ের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনার পর থেকে উচ্চ নিরাপত্তার মধ্যে রয়েছেন সালমান। এই ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।