আল-আকসায় হাজারো ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৬ ২০২৫, ১৬:৪১

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায়। ছবি: রয়টার্স

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায়। ছবি: রয়টার্স

  • 0

আল-আকসা মসজিদে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম ঈদের বিশেষ নামাজ আদায় করেছেন। শান্তি ও ঐক্যের আবহে অনুষ্ঠিত এই নামাজে অংশগ্রহণ করে মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় ঐতিহ্য এবং বিশ্বাসের জোরালো প্রতিফলন ঘটিয়েছে। ঈদের আনন্দ এবং প্রার্থনার মাধ্যমে ফিলিস্তিনিরা একতা ও শান্তির বার্তা তুলে ধরেছেন।

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি।

শুক্রবার স্থানীয় সময় সকালে ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে সমবেত হন এবং সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করেন। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

এদিকে ফিলিস্তিনের ‘ওয়াফা’ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অনেক শিশুরাও ঈদের নামাজে অংশ নেয়।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী নীতি।

এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যে উপত্যকাটির বাসিন্দারা টানা দ্বিতীয়বারের মতো ঈদুল আজাহা উদযাপন করেছেন। ইসরাইলের ধ্বংসযজ্ঞের মধ্যে গাজার বাসিন্দারা ঈদুল আজহা উদযাপন করেছেন চরম মানবিক সংকট, অনিশ্চয়তা ও গভীর বেদনার মধ্যদিয়ে।

এদিকে কাতার-ভিত্তিক আল জাজিরা বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসে কিছু ফিলিস্তিনিকে যুবক ও শিশুকে ঈদুল আজহার নামাজ আদায় করতে দেখা গেছে।

এছাড়া গাজায় ইসরাইলের হামলায় আহত কিছু ফিলিস্তিনি কাতারের রাজধানী দোহায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

ফিলিস্তিনি ফটো সাংবাদিক বিলাল খালেদের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দোহার আল-থুমামা কমপ্লেক্সে কয়েক ডজন শিশুকে ঈদের নামাজ পড়তে দেখা গেছে।

আল জাজিরা বলেছে, ঈদুল আজহার দিনেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকালে খান ইউনিসের পাশাপাশি মধ্য গাজার নুসাইরাতের শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এছাড়া গাজা শহরের পূর্বে অবস্থিত তুফাহ পাড়ায়ও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসব হামলায় অনেকে হতাহত হয়েছেন।