কুয়েত নিউয নামের সংবাদমাধ্যমটি টুইটারে শনিবার এ ঘোষণা দেয়। ঘোষণাটি পাঠ করেছেন স্বয়ং ওই ভার্চুয়াল নিউজ প্রেজেন্টার।
নিজের পরিচয় দিয়ে আরবি ভাষায় এই প্রেজেন্টার জানান, ‘আমার নাম ফেদাহ। কুয়েতে আমিই প্রথম নিউয প্রেজেন্টার যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কুয়েত নিউযে খবর পড়ে শোনাবেন। আপনারা কোন ধরনের নিউয জানতে চান? আপনাদের মতামত আমাকে জানান।‘
কুয়েত নিউযের ডেপুটি এডিটর ইন চিফ আব্দুল্লাহ বোফতাইন জানান, নতুন ও উদ্ভাবনী কন্টেন্ট তৈরিতে এআইয়ের সম্ভাবনা যাচাইয়ের জন্য এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
ফেদাহ কুয়েত নিউযের টুইটার অ্যাকাউন্টে নিউয পড়বেন বলে জানান তিনি।
বোফতাইন বলেন, ‘ফেদাহ প্রাচীন ও বেশ জনপ্রিয় একটি নাম। এর অর্থ হলো রূপা। আমরা সাধারণত রোবট ভাবলে রূপালি কিছু অবয়ব দেখি। এ কারণেই এমন নাম।‘
ইসলামি রাষ্ট্রের নিউয প্রেজেন্টার হলেও স্বর্ণকেশী ফেদাহকে টুইটারে দেখা গেছে কালো কোট ও সাদা টি-শার্টে।
এর কারণ হিসেবে বোফতাইন বলেন, ‘ফেদাহ সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব করে।‘