নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বুধবার পুলিশের গুলিতে নিহত ব্যক্তির হাতে বিবি গান (বারুদহীন বন্দুক) ছিল বলে জানতে পেরেছে বাহিনীটি।
আইউইটনেস নিউজ জানায়, পারিবারিক ঝামেলার কথা জানিয়ে বুধবার সকালে বাড়িতে পুলিশ ডাকেন ওই ব্যক্তির মা। পুলিশ সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে রাশমোর অ্যাভিনিউর বাড়িটিতে যান।
পুলিশকে করা কলে বাড়ির বাসিন্দা নারী জানান, তার ৩৩ বছর বয়সী ছেলে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে। সে মারাত্মকভাবে নেশাগ্রস্ত। কোনোভাবে স্থান ছাড়তে চাইছে না।
পরবর্তী সময়ে কার্ল প্লেসের বাড়িটি থেকে বের হওয়ার সময় জেমস রোজানো নামের ওই ব্যক্তিকে দৃশ্যত বলতে শোনা যায়, ‘আমাকে চুম্বন করো। আমি বাইরে বের হতে যাচ্ছি পুলিশের হাতে মরার জন্য।’
আইউইটনেস নিউজের খবরে উল্লেখ করা হয়, পুলিশ আসার সময় রোজানো খুবই রাগান্বিত ছিলেন বলে জানানো হযেছে।
কর্তৃপক্ষ জানায়, রোজানো দৃশ্যত একটি শটগান হাতে তুলে নেন।
নাাসাউ কাউন্টি পুলিশ সংবাদ সম্মেলনের সময় একটি ছবি প্রদর্শন করে।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, রোজানোর মুখোমুখি হওয়ার সময় নিরাপত্তার স্বার্থে তার পাশ থেকে সরাতে হয়েছিল তার মাকে।
পুলিশের ভাষ্য, রোজানো বাহিনীর সদস্যদের দিকে অস্ত্র তাক করেন। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা কয়েকবার তার উদ্দেশে বলেন, ‘বন্দুক নামান।’
অনেকবার আক্রমণাত্মক অবস্থা থেকে বিরত হওয়ার নির্দেশের পর পুলিশ কর্মকর্তারা রোজানোকে লক্ষ্য করে গুলি চালান। একটি গুলি তার বুকে লাগে। পরবর্তী সময়ে গুলির আঘাতে হাসপাতালে মৃত্যু হয় এ ব্যক্তির।
গুলি পরবর্তী সময়ে পুলিশ জানতে পারে, রোজানোর হাতে থাকা জিনিসটি ছিল বিবি গান।
এ বিষয়ে নাসাউ পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানান, রোজানোর হাতে থাকা বন্দুকের সঙ্গে আসল বন্দুকের কোনো অমিল ছিল না। কর্মকর্তাদের দিকে বন্দুকটি তাক করা ছিল হুমকি। এ কারণে তাকে থামাতে হয়েছিল পুলিশ কর্মকর্তাদের।
ইতোপূর্বে হামলার ঘটনায় কয়েকবার গ্রেপ্তার হন রোজানো। সর্বশেষ সোমবার প্রেমিকার ওপর শারীরিক হামলার ঘটনায় তিনি গ্রেপ্তার হন। তার পাঁচ দিন আগে নিউ ইয়র্ক সিটিতে গ্রেপ্তার হয়েছিলেন এ ব্যক্তি।