মানসিক প্রতিবন্ধী ছেলের হাত বেঁধে তাকে সঙ্গে নিয়ে কাজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন চীনের সড়ক পরিচ্ছন্নতাকর্মী এক নারী।
সদ্য পাওয়া এ খ্যাতি ওই নারীর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করছে বলে জানিয়েছে ফুজিয়ান টিভি।
অনেক অনলাইন ইনফ্লুয়েন্সার এসে ওই নারীর ভিডিও করছেন জানিয়ে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কেউ কেউ তিনি দান হিসেবে কত টাকা পেয়েছেন, তাও জিজ্ঞাসা করছেন।
জুলাইয়ের শুরুতে এক পথচারী একটি ভিডিও ধারণ করেন। এতে শানজি প্রদেশে দর্শনার্থীদের জনপ্রিয় গন্তব্য জি’য়ানের কাছে এক নারী পরিচ্ছন্নতাকর্মী ও তার সন্তানকে দেখা যায়।
সাউথ চায়না মর্নিং পোস্ট-এসসিএমপির প্রতিবেদনে বলা হয়, তাপপ্রবাহে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার সময় করা ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এর ক্যাপশনে পথচারী লিখেন, এ নারী এক হাতে ঝাড়ু হাতে জীবিকার্জন করেন। অন্য হাতে তার সন্তান।
ওই মায়ের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি, তবে ওয়াং নামের পরিচিত এক ব্যক্তি জানান, ওই নারী পঞ্চাশোর্ধ্ব। তার ত্রিশোর্ধ্ব ছেলে মানসিক প্রতিবন্ধী।
তিনি আরও জানান, সন্তানের দেখাশোনার জন্য অর্থ খরচ করে কাউকে রাখার সামর্থ্য নেই নারীটির। সে কারণে কাজের সময় ছেলেকে সঙ্গে করে নিয়ে আসতে হয় তাকে। দড়িতে বেঁধে রাখার কারণে তরুণটি ব্যস্ত সড়কে ঘোরাফেরা করা কিংবা পথচারীদের সঙ্গে ধাক্কা খাওয়া থেকে রক্ষা পান।
ওয়াং আরও জানান, এখন অনেকেই ওই নারীর কাছে এসে জিজ্ঞাসা করেন, তাকে কত টাকা দান করা হয়েছে। এ কারণে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন পরিচ্ছন্নতাকর্মী।
লিয়ানহু ডিস্ট্রিক্ট এনভায়রনমেন্ট স্যানিটেশন গ্রুপের এক প্রতিনিধি জানান, দুই বছর ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন ওই নারী। তিনি আর দশজন সম্মুখসারির কর্মীর মতোই কাজ করেন। অসুস্থ ছেলের জন্য কখনও দানের অনুরোধ করেননি তিনি।