
মারা গেছেন বলিউডের আইকনিক ‘হি-ম্যান’ খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র

টিবিএন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪ ২০২৫, ৮:৪৩ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২১:৫০

প্রয়াত প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। ছবি: প্রেস জার্নাল
- 0
পরিচালক করন জোহার এক ইনস্টাগ্রাম পোস্টে ধর্মেন্দ্রর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে তার মুম্বাইয়ের নিজ বাড়িতে মারা গেছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি আজ সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করছেন।
মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১২ দিন পর এই অভিনেতা মারা যান। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অক্টোবরের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে।
তার মৃত্যুর বিষয়ে এখনও পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে পরিচালক করন জোহার এক ইনস্টাগ্রাম পোস্টে ধর্মেন্দ্রর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে্ন।
ইতোমধ্যে কিংবদন্তী অভিনেতা আমিতাভ বাচ্চানসহ বলিউডের তারকারা অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তার বাড়িতে পৌঁছেছেন।
ছয় দশকেরও বেশি সময় ধরে এবং ৩০০টি চলচ্চিত্রের এক অতুলনীয় ক্যারিয়ার রেখে গেছেন ধর্মেন্দ্র। তার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি, তবে ১ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়।
তার সবশেষ সিনেমা হবে শ্রীরাম রাঘবনের 'ইক্কিস', যেখানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং জয়দীপ আহলাওয়াতের সাথে তাকে দেখা যাবে। সিনেমাটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রয়াত এই অভিনেতা ২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা 'রকি অর রানি কি প্রেম কাহানি' এবং ২০২৪ সালে 'তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া'-এর মতো সিনেমায় দর্শকদের মুগ্ধ করেছিলেন।
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দেওল এর জন্ম। ছোটবেলায় সিনেমার প্রতি গভীর টানই তাকে মুম্বাইয়ে নিয়ে আসে। ১৯৬০ সালে ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তবে তার আসল সাফল্যের শুরু হয় ষাটের দশকের মাঝামাঝি, যখন তিনি একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।
ব্যক্তি জীবনে ধর্মেন্দ্র দুটি বিয়ে করেছেন। একজন নন্দিত অভিনেত্রী হেমা মালিনি। সেই সংসারে তার একমাত্র কন্যা এষা দেওল। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সেই সংসারে আছে দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল।