কুইন্সের ৬ দোকান থেকে জব্দ ৩০০ পাউন্ড গাঁজা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১ ২০২৫, ৭:০৭ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৫, ১৮:২৪

জব্দকৃত অবৈধ গাঁজা। ছবি: সিটিভি নিউজ

জব্দকৃত অবৈধ গাঁজা। ছবি: সিটিভি নিউজ

  • 0

মাসব্যাপী গোপন তদন্তের পর বরোর ছয়টি অবৈধ গাঁজার দোকানে অভিযান চালানো হয় এবং সেগুলো বন্ধ করে দেয়া হয়।

কুইন্সে অবৈধ ক্যানাবিস(গাঁজা) বিক্রির অভিযোগে ৬ দোকান বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিসট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এবিসি নিউজ জানায়, মাসব্যাপী গোপন তদন্তের পর বরোর ছয়টি অবৈধ গাঁজার দোকানে অভিযান চালানো হয় এবং সেগুলো বন্ধ করে দেয়া হয়।

কাটজ বলেন, ছয়টি দোকান থেকে ৩০০ পাউন্ডেরও বেশি অবৈধ গাঁজাজাতীয় পণ্য এবং ১৭০ পাউন্ডেরও বেশি অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়েছে।

কাটজ এক বিবৃতিতে বলেন, ‘আমার দপ্তর আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে যাতে বৈধ ব্যবসা এগিয়ে যেতে পারে এবং আমাদের কমিউনিটি বিশেষ করে শিশুরা, অবৈধ দোকান থেকে বিক্রি হওয়া নিয়ন্ত্রণহীন পণ্য থেকে নিরাপদ থাকে।’

ছয়টি দোকান থেকে মোট ১৩০ পাউন্ড গাঁজার ফুল, ১১০ পাউন্ড গাঁজার ভ্যাপ, ৭৪ পাউন্ড গাঁজার তৈরি খাবার এবং ১৭৩ পাউন্ড অবৈধ তামাকের ভ্যাপ জব্দ করা হয়েছে।

অবৈধ মাদক সরবারহের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডিসট্রিক্ট অ্যাটর্নি। অপারেশন উইড হোয়াকার নামে পরিচালিত এই অভিযান মূলত অ্যাটর্নির চলমান প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য কুইন্স থেকে অবৈধ ক্যানাবিসের দোকানগুলো বন্ধ করে দেয়া।

২০২২ সালের নভেম্বর থেকে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের ফলে কুইন্সে গাঁজা বিক্রি ও রাখার অপরাধে ৪৪৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া নিউ ইয়র্ক সিটি শেরিফের অফিস এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সহায়তায় ২০২৪ সালের জুলাই থেকে কুইন্স কাউন্টিতে মোট ৩১০টি দোকান সিলগালা করা হয়।