নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে শনিবার বিকেলে হোন্ডা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভির ধাক্কায় আট বছরের এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, ক্রাউন হাইটসের ইস্টার্ন পার্কওয়ে ও আলবেনি অ্যাভিনিউর মোড়ে বিকেল পাঁচটা ৩৩ মিনিটের দিকে রাস্তা পার হচ্ছিল মরডিকা কেলার। ওই সময় কালো রঙের হোন্ডা পাইলটের ৬৯ বছর বয়সী চালক শিশুটিকে ধাক্কা দেন।
ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস শিশুটিকে কিংস কাউন্টি হসপিটালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছিলেন চালক। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির হাইওয়ে ডিস্ট্রিক্ট কলিসন স্কোয়াড দুর্ঘটনার তদন্ত করছে।
ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি জানান, তিনি উবারে করে একটি পার্টিতে যাচ্ছিলেন। হঠাৎ তার চালক আর্তনাদ করতে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, গাড়িতে মাথা নিচু করে থাকায় তিনি মনে করেছিলেন, তার চালকের প্যানিক অ্যাটাক বা এ ধরনের কিছু হয়েছে।
ওই ব্যক্তি বলেন, ‘তাকিয়ে দেখি শিশুটিকে গাড়ির নিচ থেকে টেনে বের করছেন এক নারী।’
উবারের যাত্রী জানান, তিনি গাড়িটি থেকে বের হয়ে ৯১১ নম্বরে কল দেন।
এ প্রত্যক্ষদর্শী জানান, শিশুটির কান ও মুখ থেকে অনেক রক্ত ঝরছিল।
তিনি আরও জানান, লোকজন বাসা থেকে নেমে তোয়ালে নিয়ে এসে রক্তপাত বন্ধ করতে চেয়েছেন। শিশুটির জ্ঞান ছিল কিছুক্ষণ। এরপর সে মূর্ছা যায়।