বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি তথা ডিজিটাল মুদ্রা হলো বিটকয়েন।
যাদের মাধ্যমে বিটকয়েনের পরিচিতি ও প্রচলন গড়ে ওঠে, তাদের মধ্যে স্টিফান থমাস একজন।
তবে একটি পাসওয়ার্ড ভুলে এ বিটকয়েন ডেভলপার নিজেই হারিয়েছেন ৭০০২ বিটকয়েন মুদ্রা, বর্তমানে যার বাজার মূল্য ৭৭ কোটি ৭০ লাখ ডলার।
গালফ নিউজ জানায়, ২০১১ সালে ‘হোয়াট ইজ বিটকয়েন’ শিরোনামে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেন থমাস। কন্টেন্টটি ছিল প্রাথমিকভাবে ডিজিটাল মুদ্রাটিকে সর্বস্তরে পরিচিত করে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম। ভিডিও তৈরির পারিশ্রমিক স্বরূপ থমাস আয় করেন ৭০০২ বিটকয়েন।
থমাস উপার্জিত এ ডিজিটাল অর্থ সংরক্ষণের জন্য বেছে নেন ‘আয়রন কি’ নামের এক শক্তিশালী, নিরাপদ ডিজিটাল ওয়ালেট। আর ডিজিটাল ওয়ালেটটির পাসওয়ার্ড লিখে রাখেন একটি গোপন কাগজে।
দুর্ভাগ্যক্রমে এক সময় পাসওয়ার্ড লেখা কাগজটি হারিয়ে ফেলেন থমাস।
পরে কাগজে লেখা পাসওয়ার্ডটি মনে করে পরপর ৮বার চেষ্টা করা হয় ডিজিটাল ওয়ালেটটি খোলার, কিন্তু থমাস তাতে ব্যর্থ হন।
অন্যদিকে শক্তিশালী এ ডিজিটাল ওয়ালেটটিতে পাসওয়ার্ড ব্যবহার করার সুযোগ আছে মোট দশবার। নিয়ম অনুযায়ী, মোট দশবার ভুল পাসওয়ার্ড ব্যবহার করলে জমা থাকা বিটকয়েনসহ ধ্বংস হয়ে যায় ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্টটি।
সর্বশেষ অ্যাকাউন্টটি উদ্ধারের চেষ্টায় দুটি বিশেষজ্ঞ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন থমাস।