নিউ ইয়র্কে লাগবে না ন্যাশনাল গার্ড, সাফ জানালেন গভর্নর

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: আগস্ট ২৬ ২০২৫, ২৩:২২

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ছবি: রয়টার্স

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ছবি: রয়টার্স

  • 0

নিউ ইয়র্কের বিষয়ে চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোন করে নিজের আপত্তির কথা জানান গভর্নর ক্যাথি হোকুল।

নিউ ইয়র্ক সিটিতে অপরাধ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন স্টেইটের গভর্নর ক্যাথি হোকুল।

সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এ অবস্থান ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে বৈঠক করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, সিটির অপরাধ নিয়ন্ত্রণে তার বাহিনীই যথেষ্ট; ন্যাশনাল গার্ডের কোনো প্রয়োজন নেই।

ওয়াশিংটন ডিসির অপরাধ নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে কাজ করছেন ন্যাশনাল গার্ড সদস্যরা। ডিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের টহল দিতে দেখা যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার পরবর্তী লক্ষ্য শিকাগো ও নিউ ইয়র্ক সিটির অপরাধ নিয়ন্ত্রণ। এ লক্ষ্যে এই দুটি সিটিতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা ভাবছেন তিনি।

প্রেসিডেন্টের এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ ইয়র্কের জনপ্রতিনিধিরা।

তারা মনে করছেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিটিগুলোকে ইচ্ছা করেই টার্গেট করছেন ট্রাম্প। যদিও এ বিষয়ে প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাটরাই দেশের ২৫টি শীর্ষ অপরাধপ্রবণ শহর পরিচালনা করছেন।

নিউ ইয়র্কের বিষয়ে চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোন করে নিজের আপত্তির কথা জানান গভর্নর ক্যাথি হোকুল।

গভর্নর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

যদিও এ বিষয়ে সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আগেই সিটিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করে রেখেছেন গর্ভনর।

গত বছরের মার্চে নিউ ইয়র্ক সিটির সাবওয়ের নিরাপত্তায় ৭৫০ জন ন্যাশনাল গার্ড মোতায়েন করেন হোকুল।

বন্ডির সঙ্গে টিশের বৈঠক

ম্যানহাটনে এনওয়াইপিডি সদরদপ্তরে সোমবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে একান্তে ৩০ মিনিট বৈঠক করেন কমিশনার জেসিকা টিশ।

সম্প্রতি সিটির অপরাধ কমে আসার পরিসংখ্যান তুলে ধরে কমিশনার টিশ জানান, সিটির অপরাধ দমনে এনওয়াইপিডি যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে।

অপরাধ নিয়ন্ত্রণে ড্রোন প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন কমিশনার।