বল্টিমোরে সেনা পাঠানোর হুমকি ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪ ২০২৫, ১৯:১২ হালনাগাদ: নভেম্বর ১৪ ২০২৫, ২৩:১৫

ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি ন্যাশনাল গার্ড সদস্যদের সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এবিসি নিউজ

ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি ন্যাশনাল গার্ড সদস্যদের সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এবিসি নিউজ

  • 0

মুর তার বক্তব্যের মধ্য দিয়ে ‘নিয়ন্ত্রণের বাইরে থাকা’ ও ‘অপরাধে জর্জরিত’ বল্টিমোরকে বোঝাতে চেয়েছেন কি না, পোস্টে সে প্রশ্ন তোলেন ট্রাম্প।

বল্টিমোরের কর্মকর্তাদের সঙ্গে জননিরাপত্তা হাঁটায় যোগ দিতে ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের আহ্বানের পরিপ্রেক্ষিতে স্টেইটের সবচেয়ে জনবহুল শহরটিতে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে রবিবার পোস্টে তিনি এ হুমকি দেন বলে জানিয়েছে এবিসি নিউজ।

পোস্টে ট্রাম্প জানান, ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুর ন্যক্কারজনক ও উসকানিমূলক স্বরে তার সঙ্গে ম্যারিল্যান্ডের সড়কে হাঁটার প্রস্তাব দিয়েছেন।

মুর তার বক্তব্যের মধ্য দিয়ে ‘নিয়ন্ত্রণের বাইরে থাকা’ ও ‘অপরাধে জর্জরিত’ বল্টিমোরকে বোঝাতে চেয়েছেন কি না, পোস্টে সে প্রশ্ন তোলেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ডেমোক্র্যাট ওয়েস মুরের সমালোচনা করে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অন্য স্টেইটগুলোর মতো অপরাধের পরিসংখ্যান নিয়ে প্রতারণার আশ্রয় না দিলে অপরাধ মোকাবিলায় ওয়েস মুরের রেকর্ড খুবই বাজে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম লস অ্যাঞ্জেলেসে যেমনটা চেয়েছেন, ওয়েস মুরের তেমন সহায়তা দরকার হলে সেনা পাঠানো হবে, যেমনটা করা হচ্ছে নিকটবর্তী ডিসিতে। এর মাধ্যমে দ্রুত অপরাধ দূর করা হচ্ছে।

আগামী মাসে বল্টিমোরের কর্মকর্তাদের সঙ্গে জননিরাপত্তা হাঁটায় যোগ দিতে প্রেসিডেন্টকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানান ওয়েস মুর।

ট্রাম্পকে লেখা চিঠিতে মুর অপরাধ মোকাবিলায় স্টেইটে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। একই সঙ্গে স্টেইটের ওপর ট্রাম্প প্রশাসনের ফেডারেল তহবিল কর্তনের প্রভাবও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি।