ইসরায়েলের বিষয়ে সৌদি যুবরাজকে এরদোয়ানের বার্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৪ ২০২৫, ১৯:৫৪

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: আনাদোলু

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: আনাদোলু

  • 0

ফোনে সৌদি যুবরাজকে এরদোয়ান বলেন, উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অধীন ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ফোনকলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এ বার্তা দেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এরদোয়ানের দপ্তর শনিবার এসব তথ্য জানায়।

ফোনে সৌদি যুবরাজকে এরদোয়ান বলেন, উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে।

তার ভাষ্য, ইরানের সঙ্গে পরমাণুকেন্দ্রিক বিরোধ সমাধানের একমাত্র পথ হতে পারে আলোচনা।

এরদোয়ানের দপ্তরের বিবৃতি অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সম্ভাব্য বিধ্বংসী যুদ্ধের ফলে এ অঞ্চলের প্রতিটি দেশে অনিয়মিত অভিবাসীদের ঢল নামতে পারে।

দপ্তর জানায়, সৌদি যুবরাজের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও ফোনালাপ করেন এরদোয়ান।

কলে তিনি বলেন, নেতানিয়াহু পুরো অঞ্চলে আগুন লাগাতে চাইছেন। ইরানে হামলার মাধ্যমে তিনি চাইছেন পরমাণু আলোচনা নস্যাৎ করতে।

পেজেশকিয়ানকে এরদোয়ান আরও বলেন, গাজায় গণহত্যা থেকে ‍দৃষ্টি সরাতে ইরানে হামলা করেছে ইসরায়েল।