প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনা নিয়ে সমালোচনার জেরে রবিবার পদত্যাগ করেছেন ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসির প্রধান।
বিবিসি জানায়, প্রতিষ্ঠানটির মহাপরিচালক-ডিজি টিম ড্যাভি ও হেড অব নিউজ ডেবোরাহ টারনেস রবিবার তাদের পদত্যাগের ঘোষণা দেন।
অ্যাসোসিয়েটেড প্রেস-এপির খবরে বলা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটলে হামলার আগে বিক্ষোভকারীদের সামনে ট্রাম্পের দেওয়া বক্তব্য সম্পাদনার জন্য সমালোচনায় পড়েছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি।
সমালোচকদের ভাষ্য, বিবিসির ডকুমেন্টারির জন্য যে পদ্ধতিতে বক্তব্যটি সম্পাদনা করা হয়েছে, সেটি বিভ্রান্তিকর।
তাদের অভিযোগ, সম্পাদনার মাধ্যমে একটি অংশ বাদ দেওয়া হয়েছে, যেখানে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি শান্তিপূর্ণ বিক্ষোভ দেখতে চান।
বিবিসির কর্মীদের উদ্দেশে দেওয়া চিঠিতে ড্যাভি বলেন, চাকরির পাঁচ বছর পর সেটি ছেড়ে দেওয়া সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত।
তিনি বলেন, আসন্ন মাসগুলোতে উত্তরসূরির হাতে নিয়মতান্ত্রিক দায়িত্ব হস্তান্তরের জন্য বোর্ডের সঙ্গে কাজ করছেন তিনি।
অন্যদিকে টারনেস জানান, ট্রাম্পকেন্দ্রিক ডকুমেন্টারিকে ঘিরে বিতর্ক এমন জায়গায় গেছে যে, এটি বিবিসির ক্ষতি করছে, যেটি তার প্রিয় প্রতিষ্ঠান। বিবিসি নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও হিসেবে এ দায়িত্ব তার ওপর বর্তায়।