সূত্রগুলোর দাবি, ট্রাম্প স্টেইটে ভোট জালিয়াতি করতে ডুসিকে চাপ দেয়ার জন্য সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব দিয়েছিলেন। নির্বাচনের পরে পেন্স একাধিকবার ডুসিকে ফোন করলেও তিনি সেই নির্দেশনা অনুসরণ করেননি।
ট্রাম্প ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের কাছে অল্প ব্যবধানে অ্যারিযোনায় হেরে যান।
এই অভিযোগগুলোকে নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ডুসির মুখপাত্র।
তিনি বলেন, ‘গভর্নর ডুসি অ্যারিজোনার ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে রক্ষা করেছেন। তিনি নির্বাচনকে বিশ্বাসযোগ্য করেছেন।’
প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রচার কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট তার আগের দৃষ্টিভঙ্গীই পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও ভোট চুরি হয়েছিল। তবে এই সত্য কেউ প্রকাশ করেনি।