নিউ ইয়র্কে বাইকারের এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৩

টিবিএন ডেস্ক

জুলাই ৯ ২০২৩, ১৮:৪৪

লাইসেন্সবিহীন মোটর বাইক। ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন মোটর বাইক। ছবি: সংগৃহীত

  • 0

নিউ ইয়র্কের কুইন্স ও ব্রুকলিনে শনিবারে এক সন্দেহভাজন মোটর বাইকারের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট জানায়, বন্দুকধারী ব্যক্তিটি প্রথম গুলি ছোড়ার আধা ঘণ্টার মধ্যে আরেকজনকে গুলি করেন।

প্রথম গুলি ছোড়ার ঘটনা ঘটে ব্রুকলিনের রাস্তায় শনিবার সকাল ১১টা ১০ মিনিটে। এতে ২১ বছর বয়সী এক যুবক আহত হন। এরপর ১১টা ২৭ মিনিটে তিনি দ্বিতীয় বার গুলি ছোড়েন। এতে ৮৭ বয়সী এক বৃদ্ধ নিহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়ান জিরো এইট অ্যান্ড জ্যামাইকা অ্যাভিনিউতে এক বন্দুকধারী পুরুষ নির্দিষ্ট কাউকে লক্ষ্য না করে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছোড়েন।

এরপর তিনি ১১টা ৩৫ মিনিটে কুইন্সের রাস্তায় আরেকজনকে গুলি করেন। এতে ৪৪ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারও ঠিক দুই মিনিট পর তিনি ৬৩ বছর বয়সী আরও একজনকে গুলি করে আহত করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৫ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীকে ১টা ১০ মিনিটের দিকে কুইন্স থেকে একটি লাইসেন্সবিহীন স্কুটার ও একটি নাইন মিলিমিটার সেমি অটোম্যাটিক পিস্তলসহ আটক করা হয়।

নাইন মিলিমিটার সেমি অটোম্যাটিক পিস্তল

গোয়েন্দারা এখনও পিস্তলের সিরিয়াল নাম্বার খুঁজে পায়নি। স্কুটারের লাইসেন্স প্লেটও খুঁজে পাননি তারা।


0 মন্তব্য

মন্তব্য করুন