
মালয়েশিয়া প্রবাসী কয়েক লাখ বাংলাদেশির জন্য সুখবর

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া
প্রকাশিত: জুলাই ১৫ ২০২৫, ১৯:০০ হালনাগাদ: ডিসেম্বর ১১ ২০২৫, ২৩:৫৪

মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। ছবি: ওয়াকিং অন
- 0
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
মালয়েশিয়ায় অবস্থানরত কয়েক লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সুখবর হয়ে এসেছে মাল্টিপল এন্ট্রি ভিসা।
বাংলাদেশ সরকারের নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের এ ধরনের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্তের ফলে এখন থেকে ভিসা নবায়নে সিঙ্গেল এন্ট্রির পরিবর্তে মাল্টিপল পাবেন প্রবাসীরা।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে বলা হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে।
গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চলতি বছরের মে মাসে উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া সফরেও গুরুত্ব পায় মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যুটি।
এসব প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা মাল্টিপল এন্ট্রি ভিসা পাচ্ছেন বলে দাবি করা হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ওই পোস্টে।
মাল্টিপল এন্ট্রি ভিসাধারী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটি দেশে একাধিকবার প্রবেশ বা বের হতে পারেন।
মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট আনুষ্ঠানিক তথ্য নেই, তবে ধারণা করা হয়, দেশটিতে ১৫ লাখের মতো বাংলাদেশি থাকেন।
বাংলাদেশ সরকারকে ধন্যবাদ প্রবাসীদের
সরকারের কূটনৈতিক এ সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে প্রবাসীদের পক্ষে দাবি তোলা সমন্বয়ক মোকাম্মেল হোসেন ও সীমান্ত।
এক বার্তায় তারা বলেন, ‘মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তির আরেক নাম ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সবশেষ উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া আগমনে লিখিত দাবি উপস্থাপন করি।
‘আমাদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও কুয়ালালামপুর হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রবাসীরা মাল্টিপল ভিসা পেতে যাচ্ছে। এটি আমাদের জন্য দারুণ এক সুখবর।’
মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার পর প্রবাসী কর্মীদের দেশে যাওয়া-আসার ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমোদন কিংবা অন্য কোনো নথির প্রয়োজন হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
উচ্ছ্বসিত প্রবাসীদের পোস্ট
মাল্টিপল এন্ট্রি ভিসার খবরে ভীষণ উচ্ছ্বসিত মালয়েশিয়া প্রবাসীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পোস্ট করে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।