জাভেনটাম আন্তর্জাতিক বিমানবন্দর ও মেলবিক মেট্রো স্টেশনকে কেন্দ্র করে ২০১৬ সালে এক আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ৩২ জন নিহত ও প্রায় ৯০০ জন আহত হন।
দোষীদের মধ্যে রয়েছেন, সালাহ আবদেসলাম। তিনি ২০১৫ সালে প্যারিসের ব্লাটাকন থিয়েটারে বোমাহামলার দায়ে যাবজ্জীবন কারাদন্ড ভোগ করছেন।
তার সঙ্গী মোহাম্মদ আরবিনি ব্লাটকন হামলায় যুক্ত থাকার দায়ে ২২ বছর কারাদন্ড ভোগ করছেন।
আরেক সঙ্গী ওসামা আতার আইএসের পক্ষে মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়ে মারা গেছেন।
বাকি তিনজন ওসামা ক্রায়েম, আলি এল হাদ্দাদ আসুফি এবং বিলাল এল মাখৌকি। তারা সেপ্টেম্বরে বেলজিয়ামে ফিরে এসে ৩০ বছর কারাদন্ড ভোগ করবেন।
এ ছয়জন ছাড়াও সোফিয়েন আয়ারি ও হার্ভে বারিংগানা মুহিরওয়া, স্মাইল ও ইব্রাহিম ফারিসি বিরুদ্ধেও এ হামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছিল। তারা সবাই হত্যা মামলা থেকে খালাস পেলেও সন্ত্রাসী গ্রুপে সংশ্লিষ্ট থাকার কারণে আয়ারি ও বায়িংগানাকে দোষী সাব্যস্ত করা হয়।