স্ত্রীকে মুগ্ধ করতে আটক চোর পড়লেন পুলিশের পোশাক, অতঃপর…

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০ ২০২৫, ৮:৩৮

স্ত্রীর সাথে ভিডিও কলে আসামি সেলিম শেখ। ছবি: ইন্ডিয়া টুডে

স্ত্রীর সাথে ভিডিও কলে আসামি সেলিম শেখ। ছবি: ইন্ডিয়া টুডে

  • 0

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় স্ত্রীকে খুশি করতে গ্রেপ্তার অবস্থায় কনস্টেবল এইচআর সোনার একটি ইউনিফর্ম পরেন সেলিম শেখ নামে এক ব্যক্তি।

স্ত্রীকে খুশি করতে মানুষ কত অদ্ভুত কাজই না করে। এই যেমন বেঙ্গালুরুর এক চোর ভিডিও কলে স্ত্রীকে মুগ্ধ করতে ঘটিয়েছেন অদ্ভুত এক কাণ্ড। আর তার জেরে সাসপেন্ড হলেন এক কনস্টেবল।

বেঙ্গালুরুর গোবিন্দপুরা পুলিশ স্টেশনের এই ঘটনাটি ২০২৪ সালে ঘটলেও তা পুলিশের নজরে আসে সম্প্রতি। গোবিন্দপুরার পুলিশ হেফাজতে থাকা চুরির সন্দেহভাজন এক ব্যক্তি ভিডিও কলের সময় তার স্ত্রীকে মুগ্ধ করতে পড়েন গোবিন্দপুরা পুলিশ স্টেশনে নিযুক্ত কনস্টেবল এইচআর সোনার একটি ইউনিফর্ম।

গালফ নিউজ জানায়, চুরির অভিযোগে গ্রেপ্তার সেলিম শেখের বিরুদ্ধে ৫০টিরও বেশি চুরির অভিযোগ রয়েছে। চুরি যাওয়া মূল্যবান জিনিসপত্র উদ্ধারের জন্য তাকে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়। পুলিশের নজরদারিতে একটি হোটেলে থাকাকালীন ইউনিফর্মটি রুমে দেখতে পায় সেলিম। সুযোগটি কাজে লাগিয়ে ইউনিফর্মটি পরে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে সে।

একটি স্ক্রিনশট থেকে বিষয়টি জানাজানি হলে টনক নড়ে কর্তৃপক্ষের।

এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, ইন্দিরানগর পুলিশ ২০২৫ সালের মে মাসে একটি চুরির তদন্তের সময় ছবিটির সন্ধান পায়। যার জেরে তদন্ত শুরু হয়।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্ব), বি দেবরাজ নিশ্চিত করেছেন যে ছবিতে সোনারের নামের ব্যাজ স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং ফোনটি আসলে সেলিমের স্ত্রীকে করা হয়েছিল।

ছবি প্রকাশের পরেই সোনারকে কর্তব্যে অবহেলার জন্য বরখাস্ত করা হয়। কর্তৃপক্ষ এখন তদন্ত করছে পুলিশ অফিসারদের সাথে সেলিমের এমন ভালো সম্পর্ক তার অন্যায় কাজ করতে সুবিধা দেয় কিনা। কিংবা তাকে পলাতক থাকতে সাহায্য করতে পারে কিনা।