নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
পুলিশ সূত্রের বরাতে শনিবার এনওয়াই ডেইলি নিউজ জানায়, ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি দৃশ্যত হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি ম্যানহাটনের রিভারসাইড পার্ক এলাকায় পুলিশের কাছ থেকে দৌড়ে পালাতে চেয়েছিলেন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ডব্লিউ. ১৩৭ স্ট্রিস্ট ও রিভারসাইড ড্রাইভ এলাকায় উন্মুক্ত কন্টেইনার থেকে অ্যালকোহল সেবন করছিলেন ওই ব্যক্তি। সে সময় পার্ক এলাকায় টহল দিচ্ছিলেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশের একটি সূত্র জানায়, বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের কোনো পরিচয় দিতে পারেননি। পরে পুলিশ কর্মকর্তারা তাকে হেফাজতে নেয়। পার্ক থেকে নিয়ে যাওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করেন।
পুলিশের সূত্রটি আরও জানায়, বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে মাটিতে ফেলে চেপে ধরেন। এর কিছুক্ষণ পর তিনি জানান, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার।
খবর পেয়ে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএসএস দ্রুত ওই ব্যক্তিকে মাউন্ট সিনাই মর্নিংসাইড হসপিটালে ভর্তি করে। সেখানে হার্ট সংক্রান্ত জটিলতায় তার মৃত্যু হয়।
ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তার পরিবারের সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
পুলিশের সূত্রটি জানায়, আটক ব্যক্তিকে আদর্শ প্রক্রিয়াতেই মাটিতে ফেলে চেপে ধরা হয়। তার ওপর অতিমাত্রায় বলপ্রয়োগ করা হয়নি।
পুলিশ হেফাজতে মৃত্যুর এ কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলমান থাকায় দায়িত্বরত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে বিধি লঙ্ঘনজনিত কোনো ব্যবস্থা কিংবা টহলের দায়িত্ব থেকে অপসারণ করা হয়নি তাদের।