নিউ ইয়র্ক সিটির কুইন্সে দ্বন্দ্বের জেরে একটি সড়কের কোনায় শনিবার শুরুর সময়ে ৩৫ বছর বয়সী একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাহিনীটির বরাতে এনওয়াই ডেইলি জানায়, রিজউড এলাকার গেটস এভিনিউর কাছে সেনেকা এভিনিউতে রাত সাড়ে তিনটার দিকে ওই ব্যক্তির পেটে ছুরিকাঘাত করা হয়।
টেকিলা টাইম বার ক্যাফে থেকে কয়েক ফুট দূরত্বে ফুটপাতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সংঘাতের সময় বারটি চালু ছিল কি না, তা জানা যায়নি।
পুলিশ জানায়, ভুক্তভোগী ও তার হত্যাকারী কী নিয়ে তর্ক করছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ভুক্তভোগীকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আঘাতজনিত কারণে মৃত্যু হয় তার।
ভুক্তভোগীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।