টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আইরিশদের হারালো টাইগাররা

টিবিএন ডেস্ক

মার্চ ২৭ ২০২৩, ২২:০০

টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আইরিশদের হারালো টাইগাররা
  • 0

এ ম্যাচের পাওয়ারপ্লেতে ছয় ওভারে করা ৮১ রান বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে যা ছিল ৭৬ রান।

সিরিযের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ডিএলএস পদ্ধতিতে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিযে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার টসে হেরে ব্যাট করতে নামে স্বাগতিক বাংলাদেশ। ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। দুই ঘণ্টা বৃষ্টির পর খেলা শুরু হলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে জয়ের জন্য ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আয়ারল্যান্ড। 

 

টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮১ রানে থামে আইরিশদের ইনিংস। ৩৮ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন রনি তালুকদার।

 

এ ম্যাচের পাওয়ারপ্লেতে ৬ ওভারে করা ৮১ রান বাংলাদেশের সর্বোচ্চ। এর আগের রেকর্ড ছিল ৭৬ রান; ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডেের বিপক্ষে এই রেকর্ড হয়। সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় টাইগাররা।  

 

সেদিনের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। পাওয়ার প্লেতে তার ব্যাট থেকে আসে ১১ বলে ২৫ রান। প্রায় দশ বছর পর সেটি ছাড়িয়ে যাওয়ার পথে ১৯ বলে ৪০ রান করেন লিটন। রনির ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৮ রান। দুজন মিলে ৭ চারের সঙ্গে মারেন ৫টি ছক্কা।


0 মন্তব্য

মন্তব্য করুন