ম্যানহাটনে আইসের বিরুদ্ধে বিক্ষোভ কেন?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮ ২০২৫, ২১:৪৪

বিক্ষোভকারীরা শুরুতে ফেডারেল প্লাজা অভিমুখে যাত্রা করেন। তাদের কেউ কেউ ভবনটির বাইরে স্লোগান দেন।  ছবি: আইউইটনেস নিউজ

বিক্ষোভকারীরা শুরুতে ফেডারেল প্লাজা অভিমুখে যাত্রা করেন। তাদের কেউ কেউ ভবনটির বাইরে স্লোগান দেন। ছবি: আইউইটনেস নিউজ

  • 0

বিক্ষোভের কারণ হিসেবে এতে অংশ নেওয়া কয়েকজন জানান, ফেডারেল প্লাজার ১১ তলাকে প্রসেসিং সেন্টর নয়; গোপন আটক কেন্দ্র হিসেবে ব্যবহার করছে আইস।

নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে শুক্রবার সকালে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের একটি পদক্ষেপের বিরুদ্ধে সড়কে বিক্ষোভ করেছেন অনেকে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২৬ ফেডারেল প্লাজাকে গোপন আটক কেন্দ্র হিসেবে ব্যবহার করছে আইস।

এমন বাস্তবতায় কর্তৃপক্ষের ভাষ্য, গোপন আটক কেন্দ্র নয়, ভবনটিকে ব্যবহার করা হচ্ছে প্রসেসিং সেন্টার হিসেবে।

আইউইটনেস নিউজ জানায়, বিক্ষোভকারীরা শুরুতে ফেডারেল প্লাজা অভিমুখে যাত্রা করেন। তাদের কেউ কেউ ভবনটির বাইরে স্লোগান দেন।

পরবর্তী সময়ে বিক্ষোভে অংশগ্রহণকারীরা অসহযোগের অংশ হিসেবে ব্রডওয়ে ও টমাস স্ট্রিটের মোড়ে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল ব্যাহত করে। এর কয়েক মিনিটের মধ্যেই বিশৃঙ্খলাপূর্ণ আচরণের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

বিক্ষোভের কারণ হিসেবে এতে অংশ নেওয়া কয়েকজন জানান, ফেডারেল প্লাজার ১১ তলাকে প্রসেসিং সেন্টর নয়; গোপন আটক কেন্দ্র হিসেবে ব্যবহার করছে আইস।

তাদের অভিযোগ, আইসের হাতে আটককৃতদের জনাকীর্ণ কক্ষে রাখা হচ্ছে। তারা পাচ্ছেন না বিছানায় শোয়া, গোসল করা, স্বাস্থ্যসেবা কিংবা আইনজীবীর শরণাপন্ন হওয়ার সুযোগ।

বিক্ষোভকারীদের ভাষ্য, আটক ব্যক্তিরা আদালতে শুনানির জন্য এসে ফেডালের কর্মকর্তাদের হাতে আটক হন। তাদের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ফেডারেল প্লাজার ১১ তলায় নির্বাচিত কর্মকর্তা, সাংবাদিক ও ধর্মীয় নেতাদের বাধাহীন প্রবেশ চেয়েছেন বিক্ষোভকারীরা।

ভবনটিতে আইনপ্রণেতাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এমনটি একাধিকবার হতে দেখেছে আইউইটনেস নিউজ। জুনে কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যানও জেরি ন্যাডলার ভবনে প্রবেশের সুযোগ পাননি।

আদালতে একজন অভিবাসীর সঙ্গ দেওয়া নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার গ্রেপ্তারের শিকার হয়েছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ধর্মীয় নেতা শুক্রবার ভবনটিতে প্রবেশ করতে চাইলেও অনুমতি পাননি।