নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৪ ২০২৫, ২১:৪৮

ট্রানজিট কর্মকর্তারা গত ১৪ জুন বেলা সাড়ে চারটার দিকে সিক্সথ এভিনিউর ডব্লিউ ফোর্থ স্ট্রিট-ওয়াশিংটন স্কয়ার স্টেশন এলাকা পরিদর্শন করে ভিনসেন্টকে অচেতন অবস্থায় পান। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

ট্রানজিট কর্মকর্তারা গত ১৪ জুন বেলা সাড়ে চারটার দিকে সিক্সথ এভিনিউর ডব্লিউ ফোর্থ স্ট্রিট-ওয়াশিংটন স্কয়ার স্টেশন এলাকা পরিদর্শন করে ভিনসেন্টকে অচেতন অবস্থায় পান। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

পুলিশ জানায়, পঞ্চাশের কোটায় থাকা এ ব্যক্তির ঘাড়ের পেছনে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলের কাছেই পাওয়া যায় হামলায় ব্যবহৃত ছুরিটি।

নিউ ইয়র্ক সিটির গ্রিনিচ ভিলেজ সাবওয়ে স্টেশনে ঘাড়ের পেছনে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, সিটির ময়নাতদন্তকারীরা শুক্রবার ৫০ বছর বয়সী ভিনসেন্ট নরম্যানকে মৃত ঘোষণা করেন। বেলেভিউ হাসপাতালে মৃত্যু হয় তার।

ট্রানজিট কর্মকর্তারা গত ১৪ জুন বেলা সাড়ে চারটার দিকে সিক্সথ এভিনিউর ডব্লিউ ফোর্থ স্ট্রিট-ওয়াশিংটন স্কয়ার স্টেশন এলাকা পরিদর্শন করে ভিনসেন্টকে অচেতন অবস্থায় পান।

পুলিশ জানায়, পঞ্চাশের কোটায় থাকা এ ব্যক্তির ঘাড়ের পেছনে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলের কাছেই পাওয়া যায় হামলায় ব্যবহৃত ছুরিটি।

খবর পেয়ে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস দ্রুত বেলেভিউ হাসপাতালে নিয়ে যায় ভিনসেন্টকে, যেখানে তার মৃত্যু হয়। এ ব্যক্তির মৃত্যুর তারিখ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থল থেকে প্রায় চার মাইল দূরে জার্সি সিটিতে থাকতেন নরম্যান। তাকে হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।