লা-লিগা: ক্যাস্তেলানোসের চার গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

বাসস

এপ্রিল ২৬ ২০২৩, ১৮:৩০

ক্যাস্তেলানোসের ৪ গোলে রিয়াল মাদ্রিদকে হারাল জিরোনা। ছবি: রয়টার্স

ক্যাস্তেলানোসের ৪ গোলে রিয়াল মাদ্রিদকে হারাল জিরোনা। ছবি: রয়টার্স

  • 0

আর্জেন্টিনার স্ট্রাইকার ভালেন্টিন ক্যাস্তেলানোসের অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়েছে জিরোনা।

স্প্যানিশ ফুটবল লিগের মঙ্গলবার রাতের ম্যাচে ক্যাস্তেলানোসের চার গোলে জিরোনা ৪-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। দুই অর্ধে দুটি করে গোল করেন ক্যাস্তেলানোসে। 

বিশ্বের দশম খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করার রেকর্ড গড়েছেন তিনি। একুশ শতকে লা লিগায় এটিই প্রথম এমন ঘটনা।

সবচেয়ে প্রথম ১৯২৬ সালে কোপা ডেল রে-তে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন বার্সেলোনার হোসেপ সামিতিয়ে। সবশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের রবার্ট লিওয়ানদোস্কি। লা-লিগার ইতিহাসে সবশেষ ১৯৪৭ সালে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করেছিলেন ওভিয়েদোর স্ট্রাইকার এস্তেবান এচেভেরিয়া। লা-লিগায় প্রথমবার ১৯২৯ সালে পাঁচ গোল করেছিলেন দিপোর্তিভো ইউরোপার কার্লেস বেসতিত।

নিজেদের মাঠে গত রাতে শুরুতেই ক্যাস্তেলানোর নৈপুণ্যে ২-০ গোলে এগিয়ে যায় জিরোনা। ১২ ও ২৪ মিনিটে গোলগুলো করেন তিনি। ৩৪ মিনিটে ব্যবধান কমান রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। ২-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে রিয়াল। 

বিরতির পর রিয়ালের জালে তৃতীয় গোল করে হ্যাট্টিক পূর্ণ করেন ২৪ বছর বয়সী ক্যাস্তেলানো। ৬২ মিনিটে রিয়ালের জালে এক হালি গোল পূর্ণ করেন ক্যাস্তেলানো। আর্জেন্টিনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের জালে ৪ গোলের কীর্তি গড়লেন ক্যাস্তেলানো। ২০০৬ সালে কোপা ডেল রে-এর সেমিফাইনালে রিয়ালের জালে চার গোল দিয়েছিলেন জারাগোজার দিয়েগো মিলিতো।

৪-১ গোলে পিছিয়ে পড়ে হতাশ হয়ে পড়ে রিয়াল। ম্যাচে ফিরতে চেষ্টা করলেও, তাতে কোন ধার ছিলো না। ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে রিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন লুকাস ভাসকুয়েজ। শেষ পর্যন্ত  ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিরোনা।

২০২০ সালে ভালেন্সিয়ার কার্লোস সলেরের পর লা-লিগায় রিয়ালের বিপক্ষে এই প্রথম কোনো খেলোয়াড়ের হ্যাট্টিক হলো। নিজের ক্যারিয়ারে গেল বছরের এপ্রিলে সবশেষ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে সল্ট লেকের বিপক্ষে নিউ ইয়র্ক সিটির হয়ে হ্যাট্টিক করেছিলেন ক্যাস্তেলানো। 

গেল বছরের জুলাইয়ে নিউ ইয়র্ক সিটি থেকে জিরোনায় যোগ দেন তিনি।

ম্যাচ শেষে ক্যাস্তেলানো বলেন, ‘রিয়ালের বিপক্ষে চার গোল করা- এটা স্বপ্নের মতো এক রাত। এমন পারফরমেন্সে রিয়ালের বিপক্ষে জয়ে অবদান রাখা দারুণ ব্যাপার। সতীর্থ এবং দলের সবাইকে ধন্যবাদ। তাদের ছাড়া এটা সম্ভব ছিল না।’

হারে হতাশ রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আপনারা (দর্শক) ক্ষুব্ধ। আমরা ক্ষমাপ্রার্থী। আমাদেরও কষ্ট হচ্ছে। এই হার মেনে নেয়া কঠিন। সবশেষ সাত ম্যাচের ছয়টিতে গোল হজম করিনি আমরা। আজকে আমাদের জালে চারটি গোল হয়েছে। এটি হাতাশার।’

এই হারে শিরোপা জয়ের দৌঁড়ে আরও অনেকখানি পিছিয়ে পড়লো রিয়াল। ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রিয়াল। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৩১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে জিরোনা।


0 মন্তব্য

মন্তব্য করুন