ট্রাম্পের চাপে ‘আইস এজেন্ট ট্র্যাকিং অ্যাপ’ সরাল অ্যাপল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪ ২০২৫, ৬:৪৫

অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে আইস ব্লক ডাউনলোড করা যাচ্ছে না। ছবি: ফাইন্ড আর্টিক্যাল

অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে আইস ব্লক ডাউনলোড করা যাচ্ছে না। ছবি: ফাইন্ড আর্টিক্যাল

  • 0

আইসব্লক একটি ফ্রি আইফোন অ্যাপ, যা ব্যবহারকারীদেরকে গোপনভাবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) সংক্রান্ত কার্যক্রম রিপোর্ট এবং ট্র্যাক করতে সাহায্য করে।

অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয়া হয়েছে, প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের জনপ্রিয় অ্যাপ আইস ব্লক এবং এর অনুরূপ কিছু সফটওয়্যার। অ্যাপলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই অ্যাপগুলো ব্যবহারকারীদেরকে অভিবাসন কর্মকর্তাদের অবস্থান বা উপস্থিতি সংক্রান্ত তথ্য জানাতে সাহায্য করত।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ট্রাম্প প্রশাসনের চাপের মুখে অ্যাপল এই পদক্ষেপ নিয়েছে। শুক্রবার থেকে ‘আইস ব্লক’ অ্যাপটি অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে না।

‘আইস ব্লক’ অ্যাপের পক্ষ থেকে সামাজিক সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় বলা হয়েছে, ‘অ্যাপল অ্যাপ রিভিউ থেকে আমরা একটি বার্তা পেয়েছি যে অপ্রত্যাশিত বা আপত্তিকর বিষয়বস্তুর কারণে অ্যাপ স্টোর থেকে ‘আইসব্লক’ সরানো হয়েছে। আমরা কেবল অনুমান করতে পারি এটি ট্রাম্প প্রশাসনের চাপের কারণে হয়েছে। আমরা প্রতিক্রিয়া জানিয়েছি এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করব।’

আইসব্লক একটি ফ্রি আইফোন অ্যাপ, যা ব্যবহারকারীদেরকে গোপনভাবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) সংক্রান্ত কার্যক্রম রিপোর্ট এবং ট্র্যাক করতে সাহায্য করে।

এই অ্যাপটি এপ্রিল মাসে তৈরি করা হয়। মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং সম্প্রতি আইসের গ্রেপ্তার অভিযান মোকাবিলার জন্য এই অ্যাপটি ব্যবহার করা হয়।

অ্যাপল ইমেইলে দেয়া এক বিবৃতিতে জানায়, আইসব্লক এবং অনুরূপ কিছু অ্যাপের সঙ্গে যুক্ত নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আইন-শৃঙ্খলা সংস্থার তথ্য পাওয়ার পর আমরা এগুলো অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছি।

অ্যাপটি সরিয়ে দেয়ার তথ্যটি বৃহস্পতিবার প্রথম ফক্স বিজনেসের এক প্রতিবেদনের মাধ্যমে সামনে আসে। প্রতিবেদনে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, জাস্টিস ডিপার্টমেন্ট (ডিওজে) অ্যাপল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং অ্যাপল তাদের অনুরোধ মেনে অ্যাপটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে।

প্যাম বন্ডি ফক্স বিজনেসকে বলেন, ‘আইস ব্লক অ্যাপটি আইস এজেন্টদের ঝুঁকির মধ্যে ফেলার জন্য তৈরি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারীদের বিরুদ্ধে সহিংসতা একটি অগ্রহণযোগ্য সীমা, যা অতিক্রম করা যাবে না।’

অ্যাপল আইস ব্লক অ্যাপটি সরানোর সিদ্ধান্ত প্রযুক্তি কোম্পানিগুলো এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে বাড়তে থাকা সম্পর্কের টানাপড়েনের ইঙ্গিত দেয়। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানসহ অনেকে প্রযুক্তি প্রতিষ্ঠানই হোয়াইট হাউসের সঙ্গে ঝামেলা এড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে ট্যারিফের হুমকির কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে।