নির্জন বনে হারিয়ে যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন বারবার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২ ২০২৫, ২৩:৩৯

বনে বেশ কিছু বার্তা লিখেন বারবার। এর একটি ছিল তার আশ্রয়স্থলের কাছে পাথরে ‘হেল্প’ লেখা। ছবি: কুয়েসনেল সার্চ অ্যান্ড রেসকিউ টিম

বনে বেশ কিছু বার্তা লিখেন বারবার। এর একটি ছিল তার আশ্রয়স্থলের কাছে পাথরে ‘হেল্প’ লেখা। ছবি: কুয়েসনেল সার্চ অ্যান্ড রেসকিউ টিম

  • 0

বিবিসি নিউজের বরাতে সিবিএস নিউজ মঙ্গলবার জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার ক্যারিবু অঞ্চলে গত ৩১ জুলাই হারিয়ে যান অ্যান্ড্রু বারবার।

কানাডার নির্জন বনে হারিয়ে ৯ দিন বেঁচে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিবিসি নিউজের বরাতে সিবিএস নিউজ মঙ্গলবার জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার ক্যারিবু অঞ্চলে গত ৩১ জুলাই হারিয়ে যান অ্যান্ড্রু বারবার।

উইলিয়ামস লেক রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের স্টাফ সার্জেন্ট ব্র্যাড ম্যাককিনন দ্য কানাডিয়ান প্রেস নামের সংবাদমাধ্যমকে জানান, বারবারকে উদ্ধারের অভিযান ছিল খড়ের গাদার মধ্যে সুই খোঁজার মতো। তিনি প্রত্যন্ত অঞ্চলটিকে কাদা পানিযুক্ত হিসেবে বর্ণনা করেন।

যেভাবে বেঁচে ছিলেন বারবার

ম্যাককিননের মতে, সৌভাগ্যবশত নির্জন বন সম্বন্ধে গড়পরতার চেয়ে একটু বেশি বোঝাপড়া ছিল বারবারের। তিনি কাঠি ও শৈবাল দিয়ে একটি আশ্রয় বানাতে সক্ষম হয়েছিলেন। শরীরের চাহিদা পূরণে তিনি পুকুর থেকে পানি পান করেছেন। এ ছাড়া হাতের কাছে খাদ্যযোগ্য যা পেয়েছেন, তাই খাওয়ার চেষ্টা করেছেন তিনি।

উদ্ধার সংশ্লিষ্টরা জানান, বনে বেশ কিছু বার্তা লিখেন বারবার। এর একটি ছিল তার আশ্রয়স্থলের কাছে পাথরে ‘হেল্প’ লেখা। এ ছাড়া উদ্ধারকারীদের কাজকে সহজ করতে মাটিতে ‘এসওএস’ আঁকেন তিনি।

গত ৮ আগস্ট, শুক্রবার আশ্রয়স্থলের কাছে নিরাপদ অবস্থায় পাওয়া যায় বারবারকে। কুয়েসনেল সার্চ অ্যান্ড রেসকিউ টিমের একটি হেলিকপ্টার তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

কুইসনেল সার্চ অ্যান্ড রেসকিউ প্রেসিডেন্ট বব জিমারম্যান জানান, বারবারের ট্রাকটি প্রথমে নজরে আসে উদ্ধারকারীদের। সেখান থেকে প্রায় তিন মাইল দূরে তাকে ও তার আশ্রয়ের খোঁজ পান তারা।

বিবিসির খবরে বলা হয়, বারবার মারাত্মক পানিশূন্যতায় ভুগছিলেন। তার একটি পা আঘাতপ্রাপ্ত ছিল। একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।