নিউ ইয়র্কে থ্রি ডি প্রিন্টারে তৈরি কৃত্রিম বন্দুক অপরাধের আওতায় আসছে

টিবিএন ডেস্ক

জুন ৫ ২০২৩, ১৬:২৮

থ্রি ডি প্রিন্টারে তৈরি ‘ঘোস্ট গান'। ছবি: এবিসি নিউয

থ্রি ডি প্রিন্টারে তৈরি ‘ঘোস্ট গান'। ছবি: এবিসি নিউয

  • 0

বাড়িতে থ্রি ডি প্রিন্টারের সাহায্যে বন্দুক বানানোকে ‘অপরাধ’ এর আওয়াত আনছেন নিউ ইয়র্কের আইনপ্রণেতারা।

অ্যামেরিকায় বাড়িতে থ্রি ডি প্রিন্টার ব্যবহার করে কৃত্রিম বন্দুক বা ‘গোস্ট গান’ তৈরির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। একই সঙ্গে এগুলো ব্যবহার করে অপরাধের সংখ্যাও বাড়ছে। 

আইনপ্রণেতারা অপরাধ বন্ধে এ ধরনের বন্দুক তৈরি ও তার ব্যবহারকে অপরাধ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব জানিয়েছেন

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে থ্রি ডি প্রিন্টারে ছাপানো আগ্নেয়াস্ত্র পরিদর্শনের সময় বলেন, ‘আপনি আপনার রান্নাঘরের টেবিলে বসেই ধ্বংসাত্মক অস্ত্রগুলো তৈরি করতে পারেন।’

নিউ ইয়র্কের বর্তমান আইনে বলা আছে, যদি কেউ থ্রি ডি প্রিন্টেড বন্দুক তৈরি করে, বিক্রি করে কিংবা সরবরাহ করে তাহলে তার বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আনা হবে। 

তবে নতুন আইনের প্রস্তাবে বন্দুক তৈরি করাকে ‘অপরাধ’ হিসেবে দেখার কথা বলা হচ্ছে। 

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মতে, পূর্ণ গোস্ট গান তৈরি করতে ১৫০ ডলার খরচ হয়। 

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর কোর্টনি নিল্যান বলেন, ‘আমরা এমন ব্যক্তিদেরও চিনি যারা থ্রি ডি প্রিন্টার ব্যবহার করে এ-আর ও এ-আর রাইফেলের মতো অস্ত্রের সাইলেন্সার, ম্যাগাযিনও তৈরি করছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন