অ্যামেরিকার কর্মকর্তার বিরুদ্ধে বিপুল নথি চুরির অভিযোগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪ ২০২৫, ২১:৪০ হালনাগাদ: নভেম্বর ৮ ২০২৫, ৭:০৬

নথির প্রতীকী চিত্র। ছবি: এনডিটিভি

নথির প্রতীকী চিত্র। ছবি: এনডিটিভি

  • 0

আদালতে দাখিল করা এক বিবৃতিতে বলা হয়, টেলিসকে অবৈধভাবে জাতীয় প্রতিরক্ষাবিষয়ক তথ্য চুরির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

অ্যামেরিকার এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিরক্ষাবিষয়ক সংবেদনশীল বিপুলসংখ্যক নথি চুরি এবং চীনের প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে।

ফক্স নিউজের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই কর্মকর্তার নাম অ্যাশলে টেলিস।

তিনি ২০০১ সাল থেকে স্টেইট ডিপার্টমেন্টের অবৈতনিক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে ডিফেন্স ডিপার্টমেন্টের নেট অ্যাসেসমেন্ট অফিসে ভারত ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আদালতে দাখিল করা এক বিবৃতিতে বলা হয়, টেলিসকে অবৈধভাবে জাতীয় প্রতিরক্ষাবিষয়ক তথ্য চুরির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

ফেডারেল প্রসিকিউটর জানায়, টেলিসের কাছে টপ সিক্রেট ক্লিয়ারেন্সের অনুমোদন এবং সংবেদনশীল তথ্যের সহজলভ্যতা ছিল।

গোপন নথিপত্র সংগ্রহের অভিযোগ

এনডিটিভির খবরে উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর টেলিস তার এক সহকর্মীকে বেশ কিছু গোপন নথির প্রিন্ট কপি দিতে বলেন। তিনি ২৫ সেপ্টেম্বর আবার অ্যামেরিকার বিমান ও সামরিক বাহিনী সম্পর্কিত বেশ কিছু নথি চান।

এ তথ্যের ভিত্তিতে টেলিসের ভিয়েনা ও ভার্জিনিয়ার বাড়িতে অভিযান চালান তদন্ত কর্মকর্তারা। ওই সময় তার সংগ্রহে থাকা প্রায় এক হাজার পৃষ্ঠার সরকারি ‘অতি গোপন’ ও গোপন নথি বেরিয়ে আসে।

চীনের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ

ফেডারেল কর্তৃপক্ষ জানায়, ২০২২ সাল থেকে টেলিস বিভিন্ন সময় চীনা প্রতিনিধিদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে আসছেন।

ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় ২০২২ সালের সেপ্টেম্বরে চীনা প্রতিনিধিদের সঙ্গে টেলিসের একটি গোপন বৈঠকের প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।

পরে ২০২৩ সালের ১১ এপ্রিল চীনের সঙ্গে টেলিসকে এক নৈশভোজে ইরান-চীনের সম্পর্ক এবং প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে দেখা যায়।

আদালত জানায়, টেলিস গত ২ সেপ্টেম্বর চীনা প্রতিনিধিদের কাছে একটি উপহারের ব্যাগও গ্রহণ করেন।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট।