দ্য ফ্ল্যাশের সিকুয়্যেলে থাকছেন মিলার

টিবিএন ডেস্ক

মে ৩১ ২০২৩, ২৩:৪১

দ্য ফ্ল্যাশ চরিত্রে এজরা মিলার। ছবি: সংগৃহীত

দ্য ফ্ল্যাশ চরিত্রে এজরা মিলার। ছবি: সংগৃহীত

  • 0

ডিসি সুপারহিরো ফ্ল্যাশ চরিত্রের অভিনেতা এজরা মিলারকে নিয়ে নানা বিতর্ক থাকার পরও সিরিজের পরবর্তী সিনেমায় তিনি ফিরছেন বলে জানিয়েছেন পরিচালক অ্যান্ডি মুশিয়েটি।

গত কয়েক বছরে বেশ কয়েকবার চুরি ও মারামারির মতো অপরাধে জড়িয়েছেন মিলার। ২০২২ সালের আগস্টে সংবাদ মাধ্যমকে মিলার জানান, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

মিলার থাকার কারণে ভক্তদের একাংশ ‘দ্য ফ্ল্যাশ’ সিরিজ বয়কটের হুমকি দিলেও ১৬ জুন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে এ সুপারহিরো সিনেমাটি।

দ্য ডিসকোর্স পডকাস্টের সিনেমার পরিচালক মুশিয়েটি মিলারের অভিনয়ের প্রশংসা করেছেন। মুশিয়েটি বলেন, তার তৈরি করা যেকোনো সিক্যুয়েলে তিনি মিলারকে নেবেন।

তিনি বলেন, ‘আমি মনে করি না এমন কেউ আছে যে চরিত্রটিতে মিলারের মতো করে অভিনয় করতে পারবে।’

সিনেমার প্রযোজক, মুশিয়েটির স্ত্রী বারবারা বলেন, ‘প্রিন্সিপাল ফটোগ্রাফিতে এজরা ছিলেন উজ্জ্বল, সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ ও সবচেয়ে পেশাদার। এই চরিত্রের জন্য তিনি সবকিছু ঢেলে দিয়েছেন: শারীরিকভাবে, সৃজনশীলভাবে এবং মানসিকভাবে তার অংশটাই ছিল সর্বোচ্চ।’


0 মন্তব্য

মন্তব্য করুন