আদালতে নাম, স্বর, চেহারার সুরক্ষা চাইলেন অক্ষয় কুমার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬ ২০২৫, ১:১০

ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার। ছবি: এনডিটিভি

ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার। ছবি: এনডিটিভি

  • 0

সম্প্রতি এআই ও ডিপফেকের কবল থেকে নিজের ‘ব্যক্তিত্বগত অধিকার’ রক্ষা ও সুরক্ষা পেতে করতে আদালতের দ্বারস্থ হন এ বলিউড অভিনেতা।

নায়ক-নায়িকাদের ছবি, গলার স্বর, তথ্য ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-এআই ভিডিও তৈরি হচ্ছে নিয়মিত। এর মধ্যে বিকৃতভাবে তৈরি বিভিন্ন ভিডিওর কারণে পড়তে হয় বিড়ম্বনায়। এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার।

সম্প্রতি এআই ও ডিপফেকের কবল থেকে নিজের ‘ব্যক্তিত্বগত অধিকার’ রক্ষা ও সুরক্ষা পেতে করতে আদালতের দ্বারস্থ হন এ বলিউড অভিনেতা।

মুম্বাই হাইকোর্টে দায়ের করা অভিযোগে অক্ষয় বলেন, এআই ও ডিপফেকে তার নাম, ছবি, গলার স্বরের বিকৃতি ঘটিয়ে বিভিন্ন ভিডিও তৈরি হচ্ছে। ভুল তথ্য সংবলিত এসব ভিডিও ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

অভিনেতার পক্ষে উপস্থিত আইনজীবিরা এ সময় একটি ঘটনার উল্লেখ করেন।

তারা জানান, এআই নির্মিত একটি সিনেমার ট্রেলারে অক্ষয়কে ভিত্তিহীনভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চরিত্রে দেখানো হয়। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ লাখ দর্শক দেখে ফেলেন। পরে সেটি সরানো হয়।

আইনজীবিরা এমন একটি এআই ফিচারের কথাও উল্লেখ করেন যেখানে অক্ষয়ের কণ্ঠ ব্যবহার করে বিভিন্ন বক্তব্য তৈরি করা যেত।

এ অভিযোগের শুনানিতে বিচারপতি আরিফ এস ডক্টর মামলার নিষ্পত্তি না হওয়া অক্ষয় কুমারকে সুরক্ষা দিতে আদালতকে নির্দেশ দেন।

বলিউডে ব্যক্তিত্বগত অধিকার রক্ষায় আদালতের আশ্রয় নেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, করণ জোহরের মতো তারকারাও নাম, স্বর এবং তথ্যের সুরক্ষা পেতে আদালতে আবেদন করেন।