নাম বদলে নতুন পরিচয় আসছে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫ ২০২৫, ৭:৪১

য়েক মাস ধরে এই নাম পরিবর্তনের কথা ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: সিবিএস

য়েক মাস ধরে এই নাম পরিবর্তনের কথা ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: সিবিএস

  • 0

শুক্রবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।

‘ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের’ নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ রাখার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে তার।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এবং নির্বাহী আদেশের খসড়ার সাথে যুক্ত একটি সূত্র এবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

যদিও বিভাগের নামের আনুষ্ঠানিক পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে আদেশে উল্লেখ করা হবে যে, সরকারি চিঠিপত্র, আনুষ্ঠানিক প্রেক্ষাপট এবং অ-আইনগত নথিতে ব্যবহার করা যেতে পারে।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে এ পরিবর্তনের ফলে, সেক্রেটারি অফ ডিফেন্সও ‘সেক্রেটারি অফ ওয়ার’ উপাধি ব্যবহার করতে পারেন।

ট্রাম্প কয়েক মাস ধরে এই নাম পরিবর্তনের কথা ইঙ্গিত দিয়েছেন এবং গত মাসে সাংবাদিকদের তিনি বলেছেন, তিনি মনে করেন নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই।

তিনি বলেন, ‘আমরা এটি করব। যদি প্রয়োজন হয়, আমি নিশ্চিত কংগ্রেসও অনুমোদন দেবে। তবে আমি মনে করি এটিরও প্রয়োজন নেই।’