অ্যামেরিকান আর্মি শুক্রবার সকালে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ নামকরণ করে।
ফোর্ট ব্র্যাগ নামটি জেনারেল ব্র্যাক্সটন ব্র্যাগের নামে করা হয়েছিল। বলা হচ্ছে, তিনি একজন অজনপ্রিয় কনফেডারেট জেনারেল ছিলেন; যিনি উগ্র মেজাজ, দুর্বল লড়াকু ব্যক্তিত্ব ও মাঠে খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচিত ছিলেন।
কংগ্রেসনাল কমিশন নয়টি ফোর্টের নাম পরিবর্তনের প্রস্তাব করেছে। এর মধ্যে ফোর্ট ব্র্যাগ অন্যতম। বাকি ফোর্টগুলোর নাম উল্লেখযোগ্য ব্যক্তির নামে করা হয়েছে বা করা হচ্ছে। একমাত্র ফোর্ট লিবার্টির নামকরণে ব্যক্তির পরিবর্তে ভ্যালুকে বেছে নেয়া হয়েছে।
ফোর্ট ব্র্যাগ গ্যারিসন কমান্ডার কর্নেল জন উইলকক্স বলেন, ‘আমরা কে সেই আখ্যানকে কিছুটা পরিবর্তন করা মানে স্বাধীনতা। তবে আমরা কে বা আমরা কী করেছি তা ভুলে যাওয়া নয়। এখন সময় তাদের সম্মান করা, যারা এ দীর্ঘ পথে আত্মত্যাগ করেছেন।’
তিনি বলেন, ‘স্বাধীনতা এখানে প্রোথিত। এটি আমাদের নীতির অংশ এবং এটি আমরা কে তার অংশ।’
ফোর্টটির ঐতিহাসিক নাম সংরক্ষণের ব্যাপারে অনেকে যুক্তি দিয়েছেন। বিষয়টি স্বীকার করে ইউএস আর্মি তাদের ওয়েবসাইটে বলেছে ‘জাতিকে সেবার উদ্দেশে এ দুর্গ প্রতিষ্ঠা করতে যারা কাজ করেছেন সেই হেরিটেযকে কখনও মুছে ফেলা যাবে না।’
আর্মি বলছে, পূর্ববর্তী নাম বদল নিয়ে অনেকের আবেগের বিষয়ে তারা অবগত। তবে রেপ্রেজেন্টেটিভরা এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। এটি এখন আইন।
সামরিক এ দুর্গের সঙ্গে অনন্য সংযোগ থাকার কারণে বেশ কয়েকটি রাস্তার নামেও পরিবর্তন আসবে। পরিবর্তনগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন গত বছর কংগ্রেসনাল কমিশনের নামকরণের সুপারিশ অনুমোদন করেছিলেন।
গত মাসে টেক্সাসের ‘ফোর্ট হুড’ এর নাম জেনারেল রিচার্ড এডওয়ার্ড কাভাজোসের সম্মানে ‘ফোর্ট কাভাজোস’ করা হয়।