ওকলাহোমার গারফিল্ড কাউন্টির এনিড শহরে গত মঙ্গলবার ঘটেছে এ ঘটনা।
এনিড পুলিশ ডিপার্টমেন্টের ফেসবুক পেইজ থেকে উদ্ধারকাজে যাওয়া অফিসারের বডি ক্যামেরার ফুটেজ পোস্ট করে ঘটনাটি শেয়ার করা হয়।
ক্যাপশনে বলা হয়, ‘গতকাল আমাদের কাছে রিপোর্ট আসে যে এক ব্যক্তি কারও চিৎকার শুনেছেন। হয়ত তার সাহায্যের প্রয়োজন। আমাদের অফিসার ডেভিড স্নেড ও নিল স্টোরে সেখানে গিয়ে চিৎকারের শব্দ শুনে এগুতে থাকেন। কাছে গিয়ে দেখেন,বিচলিত ব্যক্তিটি আসলে এক বিষণ্ন ছাগল। তার মালিক জানালেন, বন্ধুদের কাছ থেকে তাকে আলাদা করে দেয়া হয়েছে। তাই তার মন খারাপ।’
ফুটেজে দেখা গেছে, ‘আমি একজনের কান্না শুনতে পাচ্ছি, হ্যাঁ একজন কাঁদছে‘– বলেই ছুটতে থাকেন অফিসার স্নেড। কাছে গিয়ে ছাগল দেখে দুজনই অট্টহাসিতে ফেটে পড়েন।
ছাগলের মালিককে তিনি বলতে থাকেন, “আমি তো দূর থেকে ভেবেছিলাম কোনো মানুষই কাঁদছে। দূর থেকে তো মনে হচ্ছিলো ‘হেল্প’ বলে কেউ ডাকছে।“
অফিসাররা পরে সাহায্যের কথা বলে কল করা ব্যক্তিকে ধন্যবাদও জানিয়েছেন।
এনিড পুলিশ তার উদ্দেশ্যে লিখেছে, ‘আপনাকে ধন্যবাদ মশাই। যদিও শেষমেশ কাজে লাগেনি, তারপরও আপনার তড়িৎ পদক্ষেপের প্রশংসা করছি। সব মিলিয়ে অভিযানটি খুব একটা মন্দ ছিল না।'