অবসান হলো সরকারের ৪১ দিনের অচলাবস্থার। সোমবার সিনেট শাটডাউনের কারণে সৃষ্ট অচলাবস্থা শেষ করে একটি দ্বিদলীয় (দুই দলের সম্মিলিত) তহবিল প্যাকেজ অনুমোদন করেছে।
এর ফলে ৪১ দিন ধরে চলা ফেডারেল শাটডাউনের অবসান ঘটেছে। পরবর্তী ধাপের জন্য আইনটি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের কাছে পাঠানো হয়েছে।
রয়টার্স জানায়, আটজন ডেমোক্র্যাটিক সিনেটর রিপাবলিকানদের সঙ্গে যৌথভাবে তিনটি ব্যয় বিল এবং একটি হালনাগাদ কন্টিনিউয়িং রেজোলিউশন (সিআর) একত্র করে একটি ছোট তহবিল প্যাকেজ বা ‘মিনিবাস প্যাকেজ’ তৈরি করেছেন।
তাদের এই সমর্থনের কারণেই সিনেটে থাকা প্রক্রিয়াগত বাধা দূর হয়েছে এবং সরকার পুনরায় চালু করার দায়িত্ব হাউসের হাতে পৌঁছেছে।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন (আরএসডি) শাটডাউনের পর থেকেই স্বল্পমেয়াদী তহবিল ব্যবস্থার ওপর ভোট দেয়ার জন্য আইনপ্রণেতাদের ওপর চাপ দিচ্ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে মেয়াদ শেষ হওয়া ওবামাকেয়ার ভর্তুকি সম্পর্কিত আইনও পাশ করা হবে।
জন থুন জানান, ভর্তুকি আইনটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভোটে যাবে। সিনেটে কিছু আপত্তি এবং প্রক্রিয়াগত কৌশল থাকলেও, তা এই পদক্ষেপকে থামাতে পারেনি।
দিনের শুরুতে প্যাকেজটি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, সোমবার গভীর রাতে চূড়ান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
এটি পরবর্তীতে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের কাছে পাঠানো হবে। স্পিকার মাইক জনসন জানান, তিনি চাইছেন বুধবারের মধ্যে এই বিল পাস হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হোক। যাতে তিনি বিলে স্বাক্ষর করতে পারেন।
ট্রাম্প নিজেই সরকার পুনরায় চালু করার এই চুক্তিকে ‘খুব ভালো’ হিসেবে অভিহিত করেছেন।
জনসন হাউস রিপাবলিকানদের জানিয়েছেন, সপ্তাহের মাঝামাঝি চেম্বারে ভোট হবে। সময়সূচি পরিবর্তন হতে পারে। তবে পরিকল্পনা অনুযায়ী বুধবার ভোট হওয়ার কথা রয়েছে।